আফ্রিদিকে ছাড়িয়ে নতুন রেকর্ড বিলালের

আফ্রিদিকে ছাড়িয়ে নতুন রেকর্ড বিলালের

বিলাল খানকে আনকোড়া বললে ভুল হবে না। ৩৭ বছর বয়সী এই পেসারকে চেনে এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। কেবলমাত্র ওমান জাতীয় দলের ক্রিকেটার হিসেবেই তার যতটুকু পরিচিতি। এবার অপরিচিত এই ক্রিকেটারের হাত ধরেই জোড়া কীর্তি দেখল ক্রিকেট বিশ্ব!

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-তে গতকাল নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ওমান। স্কটল্যান্ডের ফোর্থহিল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ১০ ওভার হাত ঘুরিয়ে ৫০ রান খরচ করেন বিলাল। বিনিময়ে তিন ব্যাটম্যানকে প্যাভিলিয়নের পথ দেখান। এর মাধ্যমে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারী পেসার বনে গেছেন তিনি।

এতদিন রেকর্ডটি ছিল পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির দখলে। ৫১ ম্যাচে ১০০তম উইকেটের দেখা পান এই বাঁহাতি পেসার। আফ্রিদির রেকর্ড ভাঙার পথে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ম্যাচে এসে উইকেটের সেঞ্চুরি করেন বিলাল। তাতে প্রথম পেসার হিসেবে ৫০ ম্যাচ না খেলেই ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি।

স্পিন-পেস মিলিয়ে তৃতীয় দ্রুততম ১০০ উইকেট শিকারী বোলার বিলাল। ৪২ ম্যাচে ১০০ উইকেট নিয়ে শীর্ষে আছেন নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। তালিকার দুই নম্বর জায়গাটি আরেক লেগস্পিনার রশিদ খানের দখলে। ১০০ উইকেট নিতে ৪৪ ম্যাচ খেলেছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার।

বিলালের জোড়া কীর্তির দিনে নামিবিয়ার বিপক্ষে চার উইকেটের জয় তুলে নিয়েছে ওমান। আগে ব্যাট করতে নেমে ১৯৬ রানের পুঁজি পায় নামিবিয়া। জবাবে পাঁচ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মধ্যপ্রাচ্যের দেশটি। ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অধিনায়ক আকিব ইলিয়াস।

সম্পর্কিত খবর