যে কারণে ভারতের কোচ হওয়ার আবেদন করেননি নেহরা
সংক্ষিপ্ত কোচিং ক্যারিয়ারে বেশ ভালো সাফল্য পেয়েছেন আশিস নেহরা। এরপরও ভারত জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেননি তিনি। ভারতীয় দলের এক সময়কার এই নিয়মিত বোলার জানালেন, পরিবারকে বাদ দিয়ে দীর্ঘ নয় মাস ঘরের বাইরে সময় দিতে পারবেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন রাহুল দ্রাবিড় জানান, নতুন করে আর ভারতের কোচের পদে আবেদন করবেন না তিনি। এরপর প্রধান কোচের শূন্য পদ পূরণের দৌড়ে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুরু থেকেই দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হিসেবে সবচেয়ে বেশি শোনা গিয়েছে গৌতম গম্ভীরের নাম। শেষ পর্যন্ত বিরাট কোহলি-রোহিত শর্মাদের গুরু হিসেবে গম্ভীরকেই বেছে নেয় ভারত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে কোচ বা মেন্টর হিসেবে একবার করে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হওয়ার স্বাদ পেয়েছেন গম্ভীর। কোটি টাকার টুর্নামেন্টে একই রকম সাফল্য নেহরার। যদিও ৪৫ বছর বয়সী সাবেক পেসারের কাছে ভারতীয় দলের কোচ হওয়ার চেয়ে পরিবারের প্রাধান্যই বেশি।
ভারতের প্রধান কোচের পদে আবেদন না করা প্রসঙ্গে নেহরা বলেন, ‘আমার পক্ষে দলের সঙ্গে নয় মাস সফর করা অসম্ভব। তাই আমি ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে সেভাবে ভাবিনি। আমার সন্তানরা এখনও ছোট। গম্ভীরের সন্তানরাও ছোট। তাই বলে তো আর সবার চিন্তা চেতনা একরকম হবে না। আমি সন্তানদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’