চোটের কারণে ছিটকে গেলেন কুটসিয়া
দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সাদা পোশাকের সিরিজের জন্য ইতোমধ্যে টেম্বা বাভুমার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা, সিএ। ইনজুরির কারণে আসন্ন সিরিজের দলে জায়গা হয়নি পেসার জেরাল্ড কুটসিয়ার।
সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগছেন কুটসিয়া। চলতি মাসের শুরুর দিকে টেক্সাস সুপার কিংসের হয়ে মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্ট চলার সময় এই ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরি নিয়ে দেশে ফেরার পর তার পরীক্ষা নিরীক্ষা করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। রিপোর্ট হাতে পাওয়ার পর মেডিকেল বিভাগ থেকে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ফিট নন কুটসিয়া।
দারুণ সম্ভাবনা নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে আবির্ভাব হয় কুটসিয়ার। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন তিনি। এখন পর্যন্ত খেলেছেন তিনটি লম্বা দৈর্ঘ্যের ম্যাচ। যেখানে তার শিকার ১০ উইকেট। এমন একজন পেসারকে ক্যারিবিয়ানদের বিপক্ষে না পাওয়াটা কিছুটা হলেও ধাক্কা হয়ে দাঁড়াবে সফরকারীদের জন্য।
কুটসিয়া ইনজুরিতে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার মিগেল প্রিটোরিয়াস। এখন পর্যন্ত টেস্টে অভিষেক হয়নি ২৯ বছর বয়সী এই বোলারের। ২০২০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে একাদশে জায়গা পাননি। মূলত সাম্প্রতিক ফর্মের বিবেচনায় তাকে পুনরায় টেস্ট দলে ডেকেছেন সিএ’র নির্বাচকরা। চলমান ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশনে আট ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৭ আগস্ট। ম্যাচটির ভেন্যু পোর্ট অব স্পেন। গায়ানায় ১৫ আগস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিড্ট, মিগেল প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভারানে।