অলিম্পিকে র‍্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম সাগর 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:০২ এএম | ২৬ জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আজ (শুক্রবার)। তবে এর আগেই বুধবার শুরু হয়ে যায় ফুটবলের ইভেন্ট এবং গতকাল অনুষ্ঠিত হয় আর্চারির ইভেন্টটিও। সেখানে রিকার্ভ এককের র‍্যাঙ্কিং রাউন্ডটা অনেকটা সাদামাটাভাবেই শেষ করেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। এই রাউন্ডে ৬৪জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন ১৮ বছর বয়সী এই তরুণ আর্চার। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছিল রিকার্ভ এককের র‍্যাঙ্কিং রাউন্ড। সেখানে ৭২টি তীর ছুঁড়ে সাগরের মোট স্কোর ৬৫২। এতে ৪৫তম অবস্থানে থেকে র‍্যাঙ্কিং রাউন্ড শেষ করার পরবর্তী রাউন্ডে (সেরা ৩২) উঠার পথটা কঠিন হয়ে গেল তার। 

সেরা ৩২-এ ওঠার লড়াইটা হবে আগামী ৩০ জুলাই। সেখানে প্রতিপক্ষ হিসেবে সাগর পেয়েছেন ইতালিয়ান আর্চার মাউরো নেসপোলিকে। যিনি আগের টোকিও অলিম্পিকের রুপাজয়ী। র‍্যাঙ্কিং রাউন্ডে তার স্কোর ছিল ৬৭০ এবং অবস্থান ২০তম।  

এদিকে আর্চারির এই র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৮৬ স্কোর নিয়ে শীর্ষে ছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উজিন। ৬৮২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তারই জাতীয় দলের সতীর্থ কিম জে ডিওক। ৬৮১ স্কোর নিয়ে তৃতীয় হয়েছেন জার্মান আর্চার উনরাহ ফ্লোরিন। 

চলতি বছরের জুনের মাঝামাঝিতে তুরস্কের আনতালালিয়াতে কোয়ালিফিকেশন টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককের সেমিতে পৌঁছে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। কোয়ার্টার ফাইনালে তার স্কোর ছিল ৬৬০, যা সাগরের ব্যক্তিগত সেরা। তবে অলিম্পিকের র‍্যাঙ্কিং রাউন্ডে সেই স্কোর ছাপিয়ে যেতে পারলেন না তিনি।

খেলার দুনিয়া | ফলো করুন :