কাজটা কঠিন হয়ে গেল সাগরের

কাজটা কঠিন হয়ে গেল সাগরের

এবারের অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫ অ্যাথলেট। তবে তাদের মধ্যে সরাসরি অলিম্পিকে জায়গা করে নেওয়া একমাত্র খেলোয়াড় সাগর ইসলাম। এবারের অলিম্পিকে জায়গা করে নিয়ে চোখ রেখেছেন পদকেও। যা জিততে পারলে বাংলাদেশের ইতিহাসের প্রথম অলিম্পিক পদক জেতা অ্যাথলেটও বনে যাবেন তিনি। 

তবে তার সে কাজটা একটু কঠিনই হয়ে গেল বৈকি! কারণ অলিম্পিকের র‍্যাঙ্কিং রাউন্ডে তিনি শুরুটা যে মোটেও ভালো করতে পারেননি! ৪৫তম হয়ে শেষ করেছেন বাছাইপর্ব। যার ফলে নকআউটের প্রথম রাউন্ডেই তিনি পড়ে গেছেন গেল অলিম্পিকে রূপা জেতা মাউরো নেসপলির সামনে।

এশিয়ার সঙ্গে ইউরোপের আবহাওয়ার পার্থক্যটা বেশ বড়। সেখানে বাতাসের কারণে তার সমস্যা হচ্ছিল আগেই। সে বাতাসের কারণেই হয়তো, র‍্যাঙ্কিং রাউন্ডে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হলো না। ৬৫২ পয়েন্ট নিয়ে ৪৫তম অবস্থানে থেকে র‍্যাঙ্কিং রাউন্ড শেষ করতে হয় তাকে। অথচ যে টুর্নামেন্ট দিয়ে এবারের অলিম্পিকে এসেছেন সাগর, সেখানেও তার পয়েন্ট ছিল ৬৬০। 

র‍্যাঙ্কিং পর্বে বাজে পারফর্ম্যান্সের কারণে এখন প্রথম রাউন্ড থেকেই শীর্ষ ভাগে থাকা শীর্ষ খেলোয়াড়দের সামনে পড়তে হচ্ছে সাগরকে। প্রথম রাউন্ডেই যেমন দেখা হয়ে যাচ্ছে গেল বারের রূপা জয়ী মাউরো নেসপলির বিপক্ষে। ইতালিয়ান এই খেলোয়াড় র‍্যাঙ্কিং পর্ব শেষ করেছেন সেরা ২০ এ থেকে। ৬৭০ পয়েন্ট নিয়ে তিনি হয়েছেন ২০তম। 

এবারের অলিম্পিকে সরাসরি খেলা বাংলাদেশের একমাত্র আর্চার সাগর। ১৮ বছরের জীবন তাকে শিখিয়েছে বেশ অনেক কিছুই। ছোট থেকে বড় হয়েছেন দারিদ্র্যের সঙ্গে লড়ে। এরই মধ্যে এসেছেন আর্চারিতে, ঢুকে গেছেন অলিম্পিকে সরাসরি খেলা বাংলাদেশী অ্যাথলেটদের ছোট্ট তালিকায়। 

দীর্ঘ লড়াইয়ের পর অলিম্পিকে এসেও তিনি চোখ রেখেছেন বড় অর্জনে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির পোর্টালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন পদকজয়ের স্বপ্ন। বলেছেন, ‘গেমসে আমি যেখানেই শেষ করি সেটা কোনো বিষয় নয়, আমি আমার এই অংশগ্রহণ মায়ের প্রতি উৎসর্গ করছি। যদি আমি পদক জিতি, সেটা হবে তার জন্যই। আমি তার সন্তান হিসেবে গর্বিত এবং আমি আশাবাদী আমার মাকে গর্বিত করতে পারব।’ 

পরিবারকে দারিদ্র্যের সঙ্গে যুঝতে দেখে শৈশব-কৈশোর কেটেছে সাগরের, এই লড়াইয়ে সর্বাগ্রে ছিলেন তার মা। সেই মায়ের জন্যই পদকটা জিততে মরিয়া সাগর।

কাজটা সহজ নয়, গেল বারের পদকজয়ীর বিপক্ষে প্রথম লড়াই। তবে আজতক কোন বড় অর্জন সহজে এসেছে বলুন? দীর্ঘ লড়াই শেষে সাগর এসেছেন এই পর্যায়ে। তিনিও নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না, কঠিনেরেই বাসবেন ভালো!

সাগরের সামনে অনুপ্রেরণা অবশ্য আছে আরও এক জায়গায়। তার পূর্বসূরী রোমান সানার কাছে। ২০১৯ সালে বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছিলেন রোমান। সেটা কাকে হারিয়ে জানেন? ব্রোঞ্জ ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন এই মাউরো নেসপলিই। অনুপ্রেরণা তো বটেই, সাগর নিশ্চয়ই নেসপলিকে হারানোর টোটকাও নেবেন রোমানের কাছ থেকে!

সম্পর্কিত খবর