সেমিফাইনালে কেমন হবে বাংলাদেশের একাদশ?
নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ বাংলাদেশ মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত।
ভারত এবারের আসরেও হট ফেভারিট। তাই ফাইনালে ওঠাটা বড় চ্যালেঞ্জ হয়েই আসছে দলের সামনে।
তবে এই চ্যালেঞ্জ জয় করতে বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাতে পারে গ্রুপ পর্বে সবশেষ ম্যাচ। সেদিন টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে ১১৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।
সেই দল থেকে সেমিফাইনালে একটির বেশি পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। একমাত্র পরিবর্তন হিসেবে একাদশে আসতে পারেন মারুফা আক্তার। বাদ পড়তে পারেন সাবিকুন্নাহার জেসমিন।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।