অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি নাদাল-জকোভিচ

অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি নাদাল-জকোভিচ

অলিম্পিকের টেনিসে এবার সোনার পদকের লক্ষ্যে গেছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচরা। তবে তাদের একজনকে অকালেই ঝরে যেতে হবে। প্রথম রাউন্ডের বৈতরণী পেরিয়ে গেলে দুজনের দেখা হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডেই। 

অলিম্পিকে দুজনেরই সেরাটা দেখা গেছে ২০০৮ সালে। বেইজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন নাদাল। আর জকোভিচ ব্রোঞ্জ পদকটা গলায় ঝুলিয়ে বিদায় নিয়েছিলেন। 

নাদালের সোনার পদক আরও একটা আছে। ২০১৬ সালে রিও অলিম্পিকে দ্বৈত বিভাগে সোনা জিতেছিলেন তিনি।  

জকোভিচ এবার সোনার অভিযান শুরু করবেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনের বিপক্ষে খেলে। ওদিকে নাদাল প্রথম রাউন্ডে খেলবেন হাঙ্গেরির মারটন ফুকসোভিচের বিপক্ষে। এই রাউন্ড পেরিয়ে গেলেই দুইজন মুখোমুখি হবেন দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে।

সম্পর্কিত খবর