ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

বাংলাদেশ এবারের এশিয়া কাপে প্রাথমিক লক্ষ্যটা সেমিফাইনালেই ঠিক করেছিল। সে লক্ষ্য পূরণ হয়ে গেছে। এবার আরও বড় কিছুর পালা। 

২০১৮ সালে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেটা আবার এই ভারতকে হারিয়েই। এবার বাংলাদেশ নিশ্চয়ই শিরোপাই পুনরুদ্ধার করতে চাইবে। 

সে মিশন সফল করা থেকে আর মাত্র দুই ধাপ দূরে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপের এবারের আসরটা হার দিয়ে শুরু করেছিল দল। তবে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছেন জ্যোতিরা।

যার ফলে সেমিতে পৌঁছে যায় বাংলাদেশ। সেখানেই এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আসরের প্রথম সেমিতে ভারতের বিপক্ষে নামছে জাহানারা-জ্যোতিরা।

এই লড়াইয়ে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। গ্রুপ পর্বে সবশেষ ম্যাচে বাংলাদেশ ১১৪ রানের জয় পেয়েছিল। সেই দল থেকে সেমিফাইনালে একটি পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন মারুফা আক্তার। বাদ পড়েছেন সাবিকুন্নাহার জেসমিন।

বাংলাদেশ একাদশ-
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।

সম্পর্কিত খবর