‘খেলার মধ্যে রাজনীতির জায়গা নেই’ ভারতকে পাকিস্তানে নিমন্ত্রণ মালিকের
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক পাকিস্তান। তবে এখনও নিজেদের একমাত্র আয়োজক বলার সুযোগ হচ্ছে না দেশটার। আপাতত একমাত্র আয়োজক হলেও এখানে যোগ হতে পারে শ্রীলঙ্কা অথবা দুবাই। কারণ পাকিস্তান যাওয়া নিয়ে এখনও কিছু খোলাসা করেনি টিম ইন্ডিয়া।
ভারত যদি এই টুর্নামেন্ট খেলতে সেখানে না যায় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে হাইব্রিড পদ্ধতিতে আয়োজক দেশ যুক্ত করতে হবে আইসিসিকে। যেহেতু এখনও ছয় মাস বাকী, তাই এখনও ভাবার জন্য কিছু সময় পাচ্ছে বিসিসিআই। এবার ভারতকে পাকিস্তান খেলতে যাওয়ার অনুরোধ জানালেন ভারতের সাবেক জামাই এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
“দুই দেশের মধ্যে যে সমস্যাই থাকুক না কেনো, সেটা আলাদা বিষয়। সেই সমস্যার সমাধান আলাদা ভাবে হবে। খেলার মধ্যে রাজনীতির জায়গা নেই। গত বছর ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিলো পাকিস্তান। এবার ভারতের উচিত পাকিস্তানে খেলতে আসা। ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই পাকিস্তানে খেলেনি। আমরা খুব ভাল মানুষ। আমরা অতিথিদের সম্মান করি। আমি ভারতীয় দলকে অনুরোধ করছি। আশা করছি ওরা পাকিস্তানে খেলতে আসবে।”
২০২৩ সালের এশিয়া কাপেও আয়োজক ছিলো পাকিস্তান। তবে ভারত রাজি হয়নি পাকিস্তান যেতে। যে কারণে ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কায়। পাকিস্তানও ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কা গিয়েছিলো। ভারত ফাইনাল খেলায়, ফাইনাল ম্যাচও হয়েছে শ্রীলঙ্কায়। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের সাংবাদিক এবং ভক্তরা পাকিস্তানের ভিসা জটিলতায় পড়লেও, পাকিস্তানের ক্রিকেটারদের বেশ ভালোই সমাদর করেছিলো ভারত।