অলিম্পিকে ডাকাতির কবলে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:০০ পিএম | ২৬ জুলাই, ২০২৪

অলিম্পিক গেমসে সময়টা ভালো কাটছে না আর্জেন্টিনা ফুটবল দলের। প্রথম ম্যাচে নাটকীয় সিদ্ধান্তে মরক্কোর কাছে হেরেছে কোচ হাভিয়ের মাসচেরানোর দল। 

এবার জানা গেল, দলটিতে থাকা থিয়াগো আলমাদা পড়েছেন ডাকাতির কবলে। তাও আবার ম্যাচ শুরুর আগে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ খেলা এই তারকা সব মিলিয়ে ৬৪ লাখ টাকার সম্পদ হারিয়েছেন ওই ডাকাতিতে। 

বিষয়টা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ মাসচেরানো। তিনি বলেন, ‘গতকাল অনুশীলনের সময় ডাকাতির শিকার হয়েছি আমরা। এটা অলিম্পিক, কোনো আঞ্চলিক টুর্নামেন্ট নয়, এখানে এমন কিছু সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘থিয়েগো আলমাদা তার ঘড়ি, আংটি সহ অনেক কিছু হারিয়েছে। এমনটা অলিম্পিক গেমসেই ঘটেছে!’ বিস্ময় প্রকাশ করেন তিনি।  

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, ডাকাতিতে ৫০ হাজার ইউরোর ক্ষতি হয়েছে তার। যদিও ফুটবলাররা যে ঘরে আছেন, সেখানের দরজা-জানালা ভেঙে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি।

খেলার দুনিয়া | ফলো করুন :