ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দিল জ্যোতিরা
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও বেশ ভুগতে হলো বাংলাদেশের মেয়েদের। ভারতের বোলিং তোপের মুখে নির্ধারিত ওভার শেষে মাত্র ৮০ রান করতে সক্ষম হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ৮১ রানের সহজ লক্ষ্য টপকে আরও একবার ফাইনালের পথে আছেন হারমানপ্রিত-মান্ধানারা।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে দাপটের সঙ্গে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এতে আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল পুরো দল। ভারতের বিপক্ষে ভালো কিছুই করে দেখাবে টাইগ্রেসরা, এমনটাই প্রত্যাশা ছিল দর্শকদের।
তবে সমর্থকদের আশাভঙ্গ হলো। ব্যাট হাতে এদিন দাঁড়াতেই পারলেন না দিলারা-মুর্শিদা-রাবেয়ারা। মাত্র দুইজন ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে ব্যক্তিগত রান নিতে পেরেছেন। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩২ রান এসেছে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। এছাড়া স্বর্ণা ১৯ রানে অপরাজিত ছিলেন। বাকি সবাই মাঠে নেমেছেন আর সাজঘরের পথ ধরেছেন।
বল হাতে ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন রেনুকা সিং ও রাধা যাদব। এছাড়াও পূজা ও দিপ্তি ১টি করে উইকেট তুলে নিয়েছেন। ২০ ওভার শেষে ৮টি উইকেট হারিয়ে মাত্র ৮০ রান নিজেদের স্কোরবোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৮০/৮ (২০ ওভার); জ্যোতি ৩২, স্বর্ণা ১৯; রেনুকা ৩-১০, রাধা ৩-১৪
ভারতের প্রয়োজন ৮১ রান