প্রথমবারের মতো টেস্টে মুখোমুখি আফগানিস্তান-নিউজিল্যান্ড

প্রথমবারের মতো টেস্টে মুখোমুখি আফগানিস্তান-নিউজিল্যান্ড

প্রথমবারের মতো লাল বলে প্রতিপক্ষ হিসেবে কিউইদের পাচ্ছে আফগানিস্তান। সেপ্টেম্বরে ভারতের মাটিতে আফগানিস্তানের সাথে একটি ম্যাচ টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

লাল বলে আফগান দলটি নতুনই বলা চলে। কিউইদের বিপক্ষে ম্যাচটি হবে আফগানদের ১০ম টেস্ট ম্যাচ এবং এই বছরে এটি তাদের তৃতীয় ম্যাচ। বছরের বাকি দুটি ম্যাচেই অবশ্য হেরেছেন রশিদ-মুজিবরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি হবে সেপ্টেম্বরের ৯-১৩ তারিখ, ভারতের গ্রেটার নয়ডার স্টেডিয়ামে। কিছু দিন আগেও এই মাঠকে আফগানদের হোম গ্রাউন্ড বলা হতো। আফগানিস্তানে তালেবান আসার পর থেকেই বিসিসিআই ভারতের মাঠ ব্যবহার করতে দিচ্ছে আফগানদের। এছাড়া দলকে নানা ভাবে সহযোগিতা করে আসছে ভারত।

নিউজিল্যান্ড ভারতের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অক্টোবরে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। তাইতো নিউজিল্যান্ডের জন্য আফগানদের সাথে ম্যাচটি হবে প্রস্তুতির স্বরূপ।

আফগানিস্তানের বিপক্ষে এখনও টেস্ট খেলেনি নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তবে সাদা বলের মতো লাল বলেও আলো ছড়াতে চায় আফগানরা।

সম্পর্কিত খবর