শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তানের
এবারের নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। যেখানে প্রথমে ব্যাট হাতে লঙ্কানদের ১৪১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।
এদিন টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামেন নিদা-ফিরোজা-সিদরারা। দারুণ সূচনা করেন দুই ওপেনার গুল ফিরোজা ও মুনিবা আলি। ৬১ রানে ভাঙ্গে প্রথম জুটি।
অধিনায়ক নিদার ব্যাট থেকে এসেছে ২৩ রান। ব্যক্তিগত ভাবে কেউই নিজের ইনিংস বেশি লম্বা না করতে পারলেও দলীয়ভাবে সাবলীল ব্যাটিং করতে থাকে পাকিস্তান। যার সুবাদে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মোট ১৪০ রান সংগ্রহ করে তারা। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন উদেশিকা ও কাভিশা।
স্বাগতিকদের সামনে এবার লক্ষ্য এই রান তাড়া করে জিতে ফাইনালের টিকিট কেটে নেওয়া। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে দিনের প্রথম সেমিতে বাংলাদেশকে হারানো ভারত।