‘হতাশ আমরা সবাই হচ্ছি’

‘হতাশ আমরা সবাই হচ্ছি’

কাগজে-কলমে যতটুকু আশা ছিলো সেটাও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল গতকাল পাকিস্তানের বিপক্ষে হারের পর। পরপর ৬ হার, শেষ কবে কোনো বড় সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশ দলের এরকম শোচনীয় পরিস্থিতির শিকার হতে হয়েছে তা মনে করা দুষ্কর। ধারাবাহিক ব্যর্থতার পর গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ অকপটেই স্বীকার করেছেন তাদের ব্যর্থতার কথা। 

নিজেদের ভুলগুলোর পাশাপাশি ভাগ্যও সহায় হচ্ছে না বলে জানালেন মিরাজ, “এরকম কখনই হয়নি। আমাদের লাক ফেভার করছে না। সবাই চেষ্টা করছে, প্র্যাকটিস করছি, প্ল্যানিং করছি। কিন্তু লাক না থাকলে সাকসেস হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা কামব্যাক করব।”

খেলায় এক দল জিতবে আরেক দল হারবে এটাই নিয়ম, হারলে তো স্বাভাবিকভাবে সবারই খারাপ লাগে। দিনশেষে ক্রিকেটে এসব মেনে নিতেই হবে বলে অভিব্যক্তি প্রকাশ করলেন তিনি। কিন্তু হারজিত থাকলেও দলের এরকম ধারাবাহিকভাবে করুণ পরিস্থিতির কারণ সম্পর্কেও জিজ্ঞেস করা হয় তাকে। এর জবাবে তিনি বলেন, “হতাশ আমরা সবাই হচ্ছি। চেষ্টা করছি ভালো খেলার। বাংলাদেশের দর্শকরা সবসময় সাপোর্ট করেন। নেদারল্যান্ডসের কাছে হারের পরও এই ম্যাচে অনেক দর্শক হয়েছে। তারা কখনও আশা ছেড়ে দেয় না। বিশ্বাস করে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আমরাও বিশ্বাস করি।”

৭ ম্যাচের ৬ টিতেই হার, পয়েন্ট টেবিলের শেষদিকে অবস্থান। এমন পারফরম্যান্স আর পয়েন্ট দিয়ে র‍্যাংকিং-এও নিচে নেমেছে টাইগাররা। এমতাবস্থায় ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারা নিয়েও এখন রয়েছে শঙ্কা। এ প্রশ্নের জবাবে তিনি জানান যে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারলে সবারই খারাপ লাগবে। কেউ তো ইচ্ছা করে খারাপ খেলতে চায় না। দলের ভাগ্য কম কাজ করছে। তবে মিরাজের বিশ্বাস যে বাংলাদেশ দল এই শোচনীয় হারগুলোর থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াবে, আবারও টাইগার আক্রমণে বধ হবে প্রতিপক্ষ।

সম্পর্কিত খবর