ব্যর্থতার ঘেরাটোপে সাকিব

ব্যর্থতার ঘেরাটোপে সাকিব

সাকিব আল হাসানের সময়টা মোটেও ভালো কাটছে না। বিশ্বকাপে বাজে সময় কাটিয়েছেন। সেটা পেছনে ফেলতে পারেননি মেজর লিগ ক্রিকেটেও। এবার সে ব্যর্থতা তার সঙ্গী হয়েছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও। 

গোটা বিশ্বকাপে সাকিব ব্যাট হাতে একটা ফিফটি তুলে নিয়েছিলেন, তাও নেদারল্যান্ডসের বিপক্ষে। সব মিলিয়ে রান করেছিলেন ১১১। বল হাতেও ছিলেন অনুজ্জ্বল। ইকনমি ছিল আকাশছোঁয়া। উইকেটও পেয়েছেন ৬ ম্যাচে তিনটি।

এরপর মেজর লিগ ক্রিকেটে লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে চার ম্যাচে একটা মাত্র উইকেট পেয়েছিলেন তিনি। তাও শুরুর ম্যাচে। এরপর তিন ম্যাচে একটা উইকেটও পাননি তিনি। 

ব্যাট হাতেও তিনি অনুজ্জ্বল ছিলেন বেশ। প্রথম দুই ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও শেষ দুই ম্যাচে আবার আউট হয়েছেন এক অঙ্কে। সবশেষ ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি। যার ফলে এক ম্যাচ তাকে বেঞ্চে বসেও কাটাতে হয়েছে।

সে ব্যর্থতা এবার তার পিছু নিয়েছে গ্লোবাল টি-টোয়েন্টিতেও। বাংলা টাইগার্স মিসিসাগার্সের হয়ে আজ তিনি ৬ বলে ৩ রান করেছেন। তার আগে বোলিংয়েও আসেননি তিনি। 

তার এমন ব্যর্থতার দিনে তার দলও হেরেছে। মন্ট্রিয়ল টাইগার্সের কাছে ৩৩ রানে হেরেছে বাংলা টাইগার্স।

সম্পর্কিত খবর