দক্ষিণ কোরিয়া পরিচিত হলো উত্তর কোরিয়ার নামে, ক্ষমা চাইল আইওসি 

দক্ষিণ কোরিয়া পরিচিত হলো উত্তর কোরিয়ার নামে, ক্ষমা চাইল আইওসি 

সারা বিশ্বের শিল্পের রাজধানী হিসেবে পরিচিত প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল (শুক্রবার) পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের। সেখানে সেন নদী ধরে একের পর এক কন্টিনজেন্ট এসে হাজির হয়েছে অনুষ্ঠানে। অলিম্পিকের জন্মভূমি গ্রীস, এরপর শরণার্থীদের দল নৌকায় করে এসেছে শুরুতে। তার পর থেকে বর্ণানুক্রমিকভাবে একে একে সব দেশ এলো অনুষ্ঠানটাতে। তবে গণ্ডগোলটা বাঁধে যখন আসে দক্ষিণ কোরিয়ার দল। ঘোষক তখন দক্ষিণ কোরিয়ার দলকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলে ওঠে, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া।’ যা উত্তর কোরিয়ার সরকারি নাম। ইংলিশসহ ফরাসিতে একই ভুল করে বসে আয়োজকরা। তাতেই শুরু হয় তোলপাড়। 

দুই দেশের রাজনৈতিক বৈরি অবস্থা অনেক বছর আগে থেকেই সবার জানা। সেখানে অলিম্পিকের মতো মঞ্চে এমন ভুল যেন বড্ডই বেমানান। অবশ্য বিষয়টি দ্রুতই আমলে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আনুষ্ঠানিক এক বিবৃতিতে এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছে তারা।  

আয়োজকদের এমন ভুল অবশ্য ধরিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার  ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জ্যাং মি-রান। 

তারই সূত্র ধরে নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে কোরিয়ান ভাষায় এক পোস্টে আইওসি ক্ষমা চায়। কোরিয়ান ভাষার সেই কথাগুলো বাংলায় ঠিক এমন। ‘উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

এদিকে প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরু আগেই দক্ষিণ কোরিয়ার আর্চার লিম শিহন গড়েছেন বিশ্ব রেকর্ড। মেয়েদের আর্চারির র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৯৪ স্কোরে অলিম্পিক ও বিশ্ব অঙ্গনের আগের দুটি রেকর্ডটি ছাড়িয়ে যান লিম। 

সম্পর্কিত খবর