শরিফুলের ছন্দে ফেরার ইঙ্গিত

শরিফুলের ছন্দে ফেরার ইঙ্গিত

ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বিশ্বকাপও মাতাতেন। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের হাতে পাওয়া চোট সে পথ আগলে দাঁড়ায় শরিফুল ইসলামের। 

এরপর তা কাটিয়ে মাঠে ফিরলেও চেনা শরিফুলকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে উইকেট পেলেও রান দিচ্ছিলেন দেদারসে। যার ফলে তাকে বসিয়েই দিতে হয় দলটাকে। 

তবে গ্লোবাল টি-টোয়েন্টিতে সে বৃত্ত ভাঙার ইঙ্গিত দিয়েছেন বাঁহাতি এই পেসার। বাংলা টাইগার্সের হয়ে দারুণ বোলিং করেছেন তিনি। যদিও চূড়ান্ত লক্ষ্যটা অর্জিত হয়নি। মন্ট্রিয়ল টাইগার্সের কাছে ৩৩ রানে হেরেছে তার দল। 

গ্লোবাল টি-টোয়েন্টিতে তিনি খেলছেন সাকিব আল হাসানের সঙ্গে একই দলে। আজ সকালের এই ম্যাচে সাকিবও খেলেছেন। তবে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে।

শরিফুল অবশ্য ছিলেন পুরো ১৮০ ডিগ্রি উল্টো। শুরুতে বোলিং আক্রমণে এসেছেন। দল যখন হজম করেছে ১৮৯ রান, বাকি সব বোলার যেখানে নিদেনপক্ষে ৭.৫ করে রান দিয়েছেন ওভারপ্রতি, তখন শরিফুল ছিলেন মিতব্যয়িতার পরাকাষ্ঠা হয়ে। ৪ ওভারে তিনি দিয়েছেন ১৫ রান। বেন মেনান্তিকে ফিরিয়েছেন সাজঘরে।

তবে তার দলের শেষ রক্ষা হয়নি। ১৮৯ রানের জবাবে বাংলা টাইগার্স মিসিসুগা রান তুলেছে মোটে ১৫৬। ৩৩ রানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব-শরিফুলের দলকে।

সম্পর্কিত খবর