শাহিন্সকে গুঁড়িয়ে লিড বাংলাদেশ ‘এ’ দলের

শাহিন্সকে গুঁড়িয়ে লিড বাংলাদেশ ‘এ’ দলের

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম চার দিনের ম্যাচের শুরুর দিনে ২৫৮ রান তুলে অলআউট হয়েছিল দল। 

তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছেন শাহাদাত হোসেন দীপুরা। পাকিস্তান শাহিন্সকে ১৭৯ রানে অলআউট করে লিড তুলে নিয়েছে ৭৯ রানের।

বল হাতে নিয়ে শাহিন্সকে শুরু থেকেই চেপে ধরেন রিপন মণ্ডল। তাকে সঙ্গ দেন রেজাউর রহমান রাজা। দুজনের তোপে পড়ে ৬৯ রান তুলতেই অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় পাক ‘এ’ দলের। শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে দুই অঙ্কে গেছেন দুজন, উমর আমিন করেছেন ২৫, আর হাসিব উল্লাহ করেছেন ১৮ রান। 

তবে পাকিস্তানকে আরও বড় বিপদে পড়া থেকে রক্ষা করেন তৈয়ব তাহির আর কামরান গুলাম। দুজন মিলে ষষ্ঠ উইকেটে তোলেন ৭৮ রান। তাতে স্কোরবোর্ডের চেহারাটা কিছুটা ভদ্রস্থ হয় পাকিস্তানের। 

তবে দলীয় ১৪৭ রানে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করা কামরান বিদায় নিলে আবারও ধস নামে পাক ইনিংসে। মারুফ মৃধা, হাসান মুরাদদের তোপের মুখে পাকিস্তান অলআউট হয় ১৭৯ রানে। বাংলাদেশ পায় ৭৯ রানের লিড। রিপন নেন ৪ উইকেট, রাজার ঝুলিতে উইকেট যায় তিনটি। দুটো উইকেট নিয়েছেন হাসান মুরাদ, আর একটি উইকেট পেয়েছেন মারুফ। 

সম্পর্কিত খবর