বিশ্বকাপের আগে ব্যাটিংয়ের দুর্দশা কাটাতে চান জ্যোতিরা
শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নটা সেমিতে শেষ হলো বাংলাদেশের মেয়েদের। গতকাল নারীদের এশিয়া কাপের প্রথম সেমিতে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। নেপথ্যে সেই ব্যাটিং ব্যর্থতা। জয়ের জন্য হারমানপ্রীত-মান্ধানাদের সামনে স্রেফ ৮১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। যা কোনো উইকেট না হারিয়ে ১১ ওভারেই তুলে ফেলে ভারত। এতেই তারা টানা নবমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছাল তারা।
এদিকে সেই ব্যাটিং দুর্দশাতেই আরও একবার ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ। চলতি বছরের মে মাসে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে জ্যোতিরা। সেখানে একটি ম্যাচেও জিততে পারেনি তারা। সমস্যা ওই সেখানেই, ব্যাটিংয়ে। এতেই সামনে মূলত ব্যাটিং নিয়েই কাজ করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে ব্যাটিং দুর্দশা ছাড়াও অন্যান্য ভুলগুলো শুধরে নেওয়ার কথাও জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গতকালের ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘আমরা মূলত কি চাইছিলাম সেটাই বুঝতে পারিনি। পাওয়ারপ্লেতে অনেক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। টপ অর্ডাররা যখন রান না করে, দলের পক্ষে তখন রান তোলা কঠিন হয়ে যায়। এটা মানসিক ব্যাপার।’
এশিয়ার কাপের এবারের আসরটা হার দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। তবে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে দুটি ম্যাচই জিতে সেমিতে পৌঁছায় জাহানারা-জ্যোতিরা। তবে সেই ব্যাটিং ছন্দ পুরো পাল্টে গেল ভারতের বিপক্ষেই। তাই সামনে এটি নিয়েই কাজ করতে চায় জ্যোতিরা। ‘তারা (ব্যাটাররা) ভালো ইনিংস খেলতে সক্ষম। তবে ভারতের বিপক্ষে ব্যাপারগুলো ভিন্ন ছিল। আমাদের ব্যাটিংয়ে কাজ করতে হবে। কারণ সেখানেই আমরা হেরে যাচ্ছি। বিশ্বকাপের আগে আমরা আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’
আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে এই এশিয়া কাপ নিজেদের ঝালিয়ে নেওয়ার সবচেয়ে ভালো উপলক্ষ্য ছিল। সেখানে জ্যোতিরা মন্দের-ভালো মিশন শেষে আপাতত ভাবনাতে রাখছে বিশ্বকাপকেই।