ইরাককে হারিয়ে টিকে থাকল আর্জেন্টিনা
অলিম্পিকে টিকে থাকতে হলে আজ ইরাকের বিপক্ষে জয় তুলে নেওয়া ছাড়া বিকল্প পথ ছিল না আর্জেন্টিনার হাতে। অবশেষে সমর্থকদের স্বস্তি দিয়ে কাঙ্ক্ষিত জয়ই তুলে নিল হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। ইরাককে ৩-১ গোলে হারিয়েছে তারা।
এই জয়ে প্যারিস অলিম্পিকে ফুটবলের পদক জয়ের লড়াইয়ে টিকে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল আকাশি-সাদা জার্সিধারীরা।
শুরুতেই গোল পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের বাড়ানো বল থেকে তিয়াগো আলমাদা গোল করেন।
তবে সেটা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ করা সময়ে আয়মেন হোসাইনি ইরাককে ফেরান সমতায়।
৬২ মিনিটে আর্জেন্টিনা আরও একবার এগিয়ে যায় ম্যাচে। লুসিয়ানো গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন।
৮৪ মিনিটে আরও এক গোল করে আর্জেন্টিনা সব শঙ্কা উড়িয়ে দেয়। জেনোনের ক্রস থেকে ইকি ফের্নান্দেজ গোল করেন। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।