রক্ষণ নিয়ে ভাবনায় বাংলাদেশ কোচ
ভুটানের বিপক্ষে বাংলাদেশ কখনোই হারেনি। এবারের সিরিজের আগে এমনকি গোলও হজম করেনি কখনও। সেই দলটা কি না এবার ধুঁকেছে দুই ম্যাচেই। সিরিজের প্রতিটি ম্যাচেই দলকে জিততে হয়েছে পিছিয়ে পড়ে। এর মূল কারণ হিসেবে রক্ষণকে দুষছেন কোচ পিটার বাটলার।
প্রথম ম্যাচে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি আরও খারাপ হয় দলের। শুরুতেই হজম করে বসে দুই গোল।
এমন পারফর্ম্যান্স কোচ বাটলারকে দুশ্চিন্তা দিচ্ছে খানিকটা। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। আমরা বলের দখলে আধিপত্য দেখিয়েছি ঠিক। আমাদের সম্ভবত ৭৫-৮০ শতাংশ বলের দখল ছিল। কিন্তু যেভাবে তারা ডিরেক্ট ফুটবল খেলেছে, সঙ্গে আমরা যেহেতু গড়নের দিক থেকেও অতোটা বড় নই, আমাদের মাথার ওপর দিয়ে লং বল এলেই বিপদে পড়ে যাচ্ছিলাম আমরা।’
দল অবশ্য জয় তুলে নিয়েছে ঠিকই। দ্বিতীয়ার্ধের পারফর্ম্যান্সে বাংলাদেশ ম্যাচ শেষ করে ৪-২ গোলে। তাতে সিরিজটা শেষ করেছে ২-০ ব্যবধান নিয়ে।