অলিম্পিকে আজ নামছেন শুটার রবিউল
প্যারিস অলিম্পিকে যোগ দিয়েছেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট। সেখানে আসরের আনুষ্ঠানিক শুরু আগেই আর্চারির র্যাঙ্কিং রাউন্ডে অংশ নেন সাগর ইসলাম। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই অলিম্পিকে এবারের পরীক্ষার শুটার রবিউল ইসলামের। রাইফেল হাতে আজ (রোববার) কোয়ালিফিকেশণ রাউন্ডে নামছেন তিনি।
শাতহু শুটিং সেন্টারে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন রবিউল। প্যারিস অলিম্পিকে শুটিংয়ের এই ইভেন্টটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে।
অলিম্পিকের বাছাইয়ে কেবল ০.৩ স্কোর পিছিয়ে থাকায় এই ইভেন্টে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি রবিউল। এতেই তাকে নামতে হচ্ছে কোয়ালিফিকেশন রাউন্ডে।
সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে না পারলেও শুটার রবিউলের স্বপ্ন শেষ আটে খেলার। প্যারিসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'নিয়মিত অনুশীলন করছি। আত্মবিশ্বাস রয়েছে। আশা করছি ভালো স্কোর করে টপ এইটে খেলার। সবার কাছে দোয়া চাই।
এদিকে প্যারিস অলিম্পিকের এই শুটার ইভেন্ট দিয়েই আসরের প্রথম সোনা জেতে চীন। গতকাল (শনিবার) শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্রে দলগত বিভাগে সোনা জেতে তারা।