ভারতের রাজত্ব ভাঙতে পারবে শ্রীলঙ্কা?

ভারতের রাজত্ব ভাঙতে পারবে শ্রীলঙ্কা?

মাঝে স্রেফ ২০১৮ এশিয়া কাপের ফাইনালেই যা ব্যতিক্রম হয়েছিল। সেবারের ফাইনালে বাংলাদেশ হেসেছিল শেষ হাসি। আর তাতেই ইতিহাসটা গড়া হয়ে গিয়েছিল। নারী এশিয়া কাপের ফাইনাল শেষে ভারত শিরোপা নিয়ে উদযাপন করছে না, এমন নজির যে ওই একটাই!

আজ (রোববার) আরও এক এশিয়া কাপ ফাইনাল। অবধারিতভাবেই ভারত চলে এসেছে ফাইনালে। তবে পথে দলটা দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান, বাংলাদেশের বিপক্ষে। ফাইনালের ফেভারিট তারাই।

ওদিকে শ্রীলঙ্কা এসেছে বেশ কাঠখড় পুড়িয়ে। গ্রুপ পর্বে চামারি আতাপাত্তুদের তেমন বেগ পেতে না হলেও সেমিফাইনালে পাকিস্তান তাদের বড় শঙ্কাতেই ফেলে দিয়েছিল। ম্যাচটা গড়িয়েছে ২০তম ওভারের ৫ নম্বর বল পর্যন্ত।

তবে দুই দলের পারফর্ম্যান্স বলছে, আজকের ফাইনালে কেউই ছেড়ে কথা বলবে না। কেন বলছি শুনুন। এবারের এশিয়া কাপে ভারত তুলেছে সব মিলিয়ে ৫৫৯ রান, ওদিকে শ্রীলঙ্কার রান ৫০৪। ভারতের ৪ ব্যাটার ফিফটির দেখা পেয়েছেন, শ্রীলঙ্কার ভীষ্মি গুনারত্নে আর চামারি পেয়েছেন ফিফটি। বোলিংয়েও দুই দল কাছাকাছিই অবস্থান করছে। এবারের এশিয়া কাপে ৩১ উইকেট নিয়েছে ভারত। আর শ্রীলঙ্কা নিয়েছে ২৭ উইকেট।

বিশ্বকাপের বছরে এশিয়া কাপের ফাইনাল, ভারত তা জিতে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিতে চাইবে। তবে শ্রীলঙ্কার অনেক কিছু নির্ভর করছে এই ম্যাচের ওপর। প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দ তো বটেই, তবে এই শিরোপা জিতলে লঙ্কান মেয়েদের বেতন বাড়ানোর আলাপটা আরও একটু জোর পেতে পারে, একটা নারী টি-টোয়েন্টি লিগের দাবিটাও জোরালো হতে পারে। সব নির্ভর করছে আজকের এই ফাইনালের ওপরই। লঙ্কানরা পারবে তো?

সম্পর্কিত খবর