সাকিবের ছন্দে ফেরার দিনে বাংলা টাইগার্সের জয়
গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের কাছে ৩৩ রানে হেরে এবারের আসর শুরু করেন সাকিব আল হাসান নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসাগার। সেদিন শরিফুল ইসলাম বল হাতে বেশ মিতব্যয়ী স্পেলে একটি উইকেট নিলেও অধিনায়ক সাকিব ব্যাটে-বলে দুইয়েই ছিলেন পুরোদস্তুর ব্যর্থ। তবে নিজেদের পরের ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন সাকিব। আর দেশসেরা এই অলরাউন্ডারের ছন্দে ফেরার দিনে জয়ের দেখাও পেল বাংলা টাইগার্স।
আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভ্যানকুভার নাইটসকে ২২ রানে হারায় বাংলা টাইগার্স। ব্যাট হাতে আরও একবার ব্যর্থতার ইনিংস ছাপলেও বল হাতে এই ম্যাচে সাকিবের ফেরাটা ছিল অসাধারণ। ৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গতকালের ম্যাচটি টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাইটস এর অধিনায়ক উসমান খাজা। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানের লড়াকু পুঁজি পায় সাকিবের দলটি।
আধুনিক টি-টোয়েন্টিতে এই সময়ে এমন লক্ষ্যকে বল যায় সহজের কাতারের। তবে সাকিব, শরিফুল ও ডেভিড ভিসার ত্রিমুখী আক্রমণে শুরুতেই বিধ্বস্ত নাইটস এর টপ-মিডল অর্ডারের ব্যাটাররা। ৩১ রানেই তারা হারিয়ে বসে ৫ উইকেট এবং ততক্ষণে তারা বলও খেলে ফেলেছে ৪৯টি।
পরে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলা হার্শ ঠাকের শেষ পর্যন্ত লড়াই চালালেও তা হলো না পর্যাপ্ত। ২০ ওভারে ভ্যানকুভার নাইটস এর সংগ্রহ থামল ৬ উইকেটে ১৩০ রানে। সেখানে সাকিবের তিন উইকেট বাদেও একটি করে উইকেট নেন শরিফুল, ভিসা ও গুরপাল।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়েছিল বাংলা টাইগার্সও। ১৪ রানের মধ্যে তারা হারিয়ে বসে দুই ওপেনারের উইকেট। পরে ইফতিখার আহমেদের অপরাজিত ৫০, হজরতউল্লাহ জাজাইয়ের ৩৩ এবং শেষে ডিলন হেইলিগারের ২৭ রানের ক্যামিওতে ১৫২ রানের লড়াকু পুঁজি পায় তারা।
এদিনও সাকিব ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। ফেরেন কেবল ২ রান করে। তবে বোলিংয়ে তার এমন পারফর্ম স্বাভাবিকভাবেই ইঙ্গিত দিল ছন্দে ফেরার।