এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার জেসি
এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে নিগার সুলতানা জ্যোতির দল না থাকলেও ফাইনালে বাংলাদেশের উপস্থিতি থাকছেই।ফাইনালে আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি। তার পরিচালনাতেই ভারত আর শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ।
এবারের এশিয়া কাপেই টুর্নামেন্টটায় আম্পায়ারিংয়ের অভিষেক হয়েছে তার। প্রথম বারেই বাজিমাত করেছেন তিনি।
গুরুত্বপূর্ণ এই মঞ্চে দায়িত্ব নিয়ে জেসি বলেন, ‘তারা আমাকে দায়িত্বটা দিয়েছে পারফর্ম্যান্সের কারণে। তারা এশিয়া কাপের আম্পায়ারদেরকে তাদের পারফর্ম্যান্সের ভিত্তিতে র্যাঙ্ক করেছে। আমি শীর্ষ তিনে ছিলাম।’
ফাইনালে বাংলাদেশ উঠলেও নিরপক্ষেতা এড়িয়ে তাকেই দায়িত্ব দেওয়া হতো বলেও জানান জেসি। ‘এর আগে শুধু নিরপেক্ষ দলের আম্পায়ারদেরই দায়িত্ব দেওয়া হতো। কিন্তু এবার তারা নীতিতে পরিবর্তন এনেছে। তারা সেরা পারফর্মারদের সুযোগ দিচ্ছে। যদি বাংলাদেশ ফাইনালেও খেলত, তাহলেও আমি আম্পায়ারের দায়িত্ব পেতাম।’
এবারের আসরে অভিষেকের পর ৫ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি। তিন ম্যাচে তিনি ছিলেন ফিল্ড আম্পায়ার। আর দুই ম্যাচে তিনি পালন করেছেন টিভি আম্পায়ারের দায়িত্ব।