এশিয়া কাপ ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে ভারত
শিরোপার লড়াইয়ে নারী এশিয়া কাপের এবারের আসরের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নামছে ভারত। যেখানে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর।
ভারতের নজর টুর্নামেন্টের রেকর্ড আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার। নিজেদের অষ্টম শিরোপা ঘরে তুলে নিতে মরিয়া তারা। অপরদিকে নিজেদের প্রথম এশিয়া শিরোপার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লঙ্কান মেয়েরা।
ডাম্বুলায় ফাইনালে টসের জয় দিয়েই শুরু হলো ভারতের ফাইনালে ম্যাচে যাত্রা। সেখানে আগে ব্যাটিং করে স্বাগতিকদের বড় লক্ষ্য ছুঁড়ে দিতে চায় ভারত।
শ্রীলঙ্কা একাদশঃ ভিশ্মি গুনারত্নে, চামারি আথাপাথথু (অধিনায়ক), হার্শিতা সামারাবিক্রমা, নিলাকশিকা সিলভা, হাসিনি পেরেরা, কাভিশা দিলহারি, আনুশকা সানজিওয়ানি, সুগন্ধিকা কুমারি, ইনোশি প্রিয়দর্শনি, উদেশিকা প্রোবোধিনি, শচিনি নিসানসালা।
ভারত একাদশঃ শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রি, হারমানপ্রীত কর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, দিপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা সিং।