স্মৃতি মান্ধানার ছন্দে বড় সংগ্রহের স্বপ্নে অটল ভারত
টসে জিতে আগের হারমানপ্রীত করের ব্যাটিংয়ের সিদ্ধান্তটা মূলত এই কারণেই ছিল, বড় সংগ্রহ দাঁড় করিয়ে বোলিংয়ে আধিপত্য ধরে রেখে শিরোপাটা ধরে রাখা। ব্যাটিংয়ে নেমে শুরুটাও তেমনই পেয়েছিল ভারত। পাওয়ারপ্লে হারায়নি কোনো উইকেট। তবে ১৪ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে তাদের বড় সংগ্রহের স্বপ্নে কিছুটা হলেও প্রভাব পড়েছে! অবশ্য আরেক ওপেনার স্মৃতি মান্ধানা নিজের উইকেট রেখে এগোচ্ছেন দারুণ ছন্দে। তাই বড় সংগ্রহের স্বপ্নটা এখনও টিকে রয়েছে নারীদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের।
শেষ খবর পাওয়ার পর্যন্ত ইনিংস মাঝে ১০ ওভার শেষ ২ উইকেটে ভারতের সংগ্রহ ৬৮ রান। মান্ধানা অপরাজিত আছেন ৩৮ রানে।
পাওয়ারপ্লের ৬ ওভারেই কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪৪ রান তুলেছিলেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। তবে পাওয়ারপ্লের শেষের এক বল পরই ১৬ রান করে সাজঘরে ফেরেন শেফালি। দলীয় ৫৮ রানের মাথায় একই রাস্তা মাপেন উমা ছেত্রিও। তবে উইকেট ও রানের চাকা দুটি আগলেই এগোচ্ছেন মান্ধানা।
এর আগে এশিয়া কাপের ফাইনালে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। সেখানে ভারত জিতেছে পাঁচবারই। এতেই তাদের সামনে সুযোগ ফাইনালে লঙ্কানদের বিপক্ষে জয়ের সংখ্যা অর্ধ-ডজন পূরণে এবং শ্রীলঙ্কা লড়ছে প্রথম শিরোপার জন্য।