প্যারিস অলিম্পিক: সাঁতারে ইতিহাস অস্ট্রেলিয়ার টিটমাসের  

প্যারিস অলিম্পিক: সাঁতারে ইতিহাস অস্ট্রেলিয়ার টিটমাসের  

করোনা মহামারীর কারণে ২০২০ সালের পরিবর্তে ২০২১ সালে অনুষ্ঠিত হয় টোকিও অলিম্পিক। সেখানে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে আগের আসরের জয়ী যুক্তরাষ্ট্রের কেটি লেডিকে ছাড়িয়ে সোনা জেতেন অস্ট্রেলিয়ার আরিয়ার্না টিটমাস। এবার প্যারিস অলিম্পিকেও একই ইভেন্টে সোনা জিতলেন এই অস্ট্রেলিয়ান সাঁতারু। এতেই গড়লেন ইতিহাস। অলিম্পিকের প্রায় ১০০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ৪০০ মিটার ফ্রিস্টাইলে টানা দুই অলিম্পিকেই সোনা জিতলেন টিটমাস। 

টিটমাস ৪০০ মিটার পূর্ণ করতে সময় নিয়েছিলেন ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড। এদিকে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কানাডার ১৭ বছর বয়সী ম্যাকিন্টোস। এবং ৪। মিনিট ০.৮৬ সেকেন্ড সময় নিয়ে এবার ব্রোঞ্জ জিতেই খুশি থাকতে হলো লেডিকিকে। 

অলিম্পিকের সেই শুরু থেকেই সাঁতারের কোনো ইভেন্ট মানেই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দ্বৈরথ। তবে অবাক করা বিষয় হলো ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকের পর থেকেই সাতারে পদকের তালিকায় যুক্তরাষ্ট্রের ওপরে কোনোবারই যেতে পারেনি অস্ট্রেলিয়া। তবে প্যারিস অলিম্পিকে সাঁতারে এখন পর্যন্ত লিড অজিদের কাছেই। চারটি সোনার মধ্যে দুটিই জিতেছে তারা, একটি করে জিতেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। 

৪০০ মিটার ফ্রিস্টাইলে টিটমাসের সোনা জয় ছাড়াও গতকাল মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও সোনা জিতেছে অস্ট্রেলিয়া। সেইখানেও দারুণ কীর্তি গড়েছে তারা। এই রিলেতে দলগতভাবে তারা সময় নিয়েছে ৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড, যা অলিম্পিকের এই ইভেন্টের নতুন রেকর্ড। 

সম্পর্কিত খবর