তামিমের ফেরা প্রসঙ্গে বিসিবির কাছে যে উত্তর চাইলেন খন্দকার জামিল
একটা প্রশ্ন বেশ জোরেসোরে শোনা যাচ্ছে এখন। তামিম ইকবাল কি ফিরছেন?
আমার উত্তর হলো, এটা সম্পূর্ণ নির্ভর করছে তামিম ইকবালের সিদ্ধান্তের ওপর। তবে আমি তাকে যতটুকু জানি সে তার সিদ্ধান্তের জন্য অন্য কারোর ওপর নির্ভর করবে না। গত বছর হঠাৎ করে অবসর নিয়ে ফেলা, আবার প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার করা, বিশ্বকাপের আগেভাগে অধিনায়ক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো-সবকিছু হয়েছে তার নিজের ইচ্ছায়।
তাকে আবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে কি যাবে না-সেটাও এখন নির্ভর করছে তার ইচ্ছে-অনিচ্ছার ওপরই। তবে আমার প্রশ্ন হচ্ছে বিসিবি এখানে কি ভূমিকা পালন করছে? বিসিবি তাকে ফেরার মতো সেই সুযোগ এবং সম্ভাবনার পথ কি করে দিয়েছে? সেই পরিবেশ কি তৈরি করতে পেরেছে বিসিবি? এসব প্রশ্নের সঠিক উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে তামিম ইকবাল আবার জাতীয় দলে ফিরতে আগ্রহী কি না!
তামিম ইকবাল টি- টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে বছর দুয়েক আগে অবসর নিয়েছেন। কিন্তু টেস্ট এবং ওয়ানডে থেকে তো তিনি এখনো অবসরের কোনো ঘোষণা দেননি। এটাতেই স্পষ্ট যে তিনি জাতীয় দলের হয়ে এখনো খেলতে চান। কিন্তু বিষয়টা নির্ভর করছে দু’পক্ষের ওপর। দু’পক্ষ বলতে আমি তামিম ইকবাল এবং বিসিবির প্রশাসনকে বোঝাচ্ছি। এই বোঝাবুঝিটা কত দ্রুত এবং কতো সহজভাবে সমাধানের পথ খুঁজে পায় তার ওপরই নির্ভর করছে তামিমের ফেরা অথবা না ফেরা। সেই অর্থে পুরো বিষয়টা এখনো অনিশ্চিত একটা অপেক্ষা নিয়ে রয়েছে।
তবে আমার প্রশ্নের জায়গা অন্য জায়গায়। তামিম ইকবাল প্রায় ১৬/১৭ বছর ধরে ক্রিকেট খেলছেন। তার সঙ্গী সতীর্থ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহও প্রায় তেমন সময় জুড়েই বাংলাদেশ দলে আছেন। কিন্তু এই এতো লম্বা সময়ের মধ্যে এখনো বিসিবি তাদের বিকল্প কেন খুঁজে বের করতে পারলো না? এই দায়ভার এবং ব্যর্থতা তো পুরোদুস্তর বিসিবির ঘাড়েই বর্তাবে। কেন এখনো আমাদের তামিম ইকবালের দিকেই তাকিয়ে থাকতে হবে। কেন আমরা তার কোনো বিকল্প বা রিপ্লেসমেন্ট তৈরি করতে পারলাম না? তারা এত লম্বা সময় ধরে খেলছেন, তাদের তো এমনিতেই চলে যাওয়ার সময় এখন। কিন্তু তারপরও যে কোনো সিরিজ বা টুর্নামেন্ট এলে তাদেরকে নিয়েই শুধু টানা হেঁচড়া কেন?
ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় রোহিত শর্মা ও বিরাট কোহলি আর্ন্তজাতিক টি- টোয়েন্টিকে বিদায় বলে দিলেন। কিন্তু তাতে ভারতীয় দলে কি বড় কোনো শূন্যতা তৈরি হয়েছে? হয়নি। কারণ তাদের ক্রিকেট প্রশাসন তো দূরের চিন্তা করেই পরিকল্পনা সাজায়। এই বয়সী ক্রিকেটাররা অবসরে যাবেন এটা জেনে ভেবেই তারা তাদের রিপ্লেসমেন্ট আগেভাগে ঠিক করে রাখে। তাই সমস্যা হয় না। কিন্তু আমরা যে আজো সেই দূরের চিন্তা করে কোনো কাজই করতে পারলাম না। আর তাই এখনো আমাদের বর্ষীয়ান খেলোয়াড়দের ওপরই নির্ভর করতে হচ্ছে।
তাই তামিম ইকবাল জাতীয় দলে ফিরছেন কি ফিরছেন না– সেটার চেয়ে আমি বিসিবির কাছে যে উত্তরটা চাই, এতোদিনেও আমরা তার কোনো বিকল্প বা রিপ্লেসমেন্ট ঠিক করতে পারলাম না কেন? আমি কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু আমার প্রশ্নটা হলো কেন আমরা তার মানের কোনো এতদিনে আরেকটি তৈরি করতে পারলাম না? অথচ এই ক্রিকেটার তৈরির জন্য বিসিবি উদারহস্তে খরচ করে যাচ্ছে। তাহলে কি এই ব্যয় বা বিনিয়োগ ভুল কিছুতে হচ্ছে?
খন্দকার জামিল ।। ক্রিকেট সংগঠক, বিসিবির সাবেক পরিচালক