বাছাইপর্ব থেকে বাদ শুটার রবিউল
প্যারিস অলিম্পিকে বাংলাদেশের শুরুটা হয়েছে যথারীতি হতাশা দিয়ে। পুরুষদের দশ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্ব থেকেই বাদ পড়েছেন শুটার রবিউল ইসলাম। ৪৯ জন প্রতিযোগীর মধ্যে এই প্রতিযোগী হয়েছেন ৪৩তম। রবিউলের স্কোর ৬২৪.২।
অন্যদিকে বাছাইপর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭। অবশ্য দুইয়ে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজের স্কোরও শেংয়ের সমান। প্রতিযোগিতা শুরুর আগে রবিউল আশা ব্যক্ত করেছিলেন তার টার্গেট সেরা আটে থাকা। কারণ সেরা আটজন লড়াই করবেন পদকের জন্য। তবে রবিউল অনেক পিছিয়েই এই স্টেজ শেষ করলেন। অর্থাৎ এবারের মতো এখানেই মিশন শেষ।
অলিম্পিকে এই শুটার অংশগ্রহণ ছিল ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে। অলিম্পিক শুটিংয়ে সরাসরি খেলতে পারেননি বাছাইয়ে মাত্র ০.৩ স্কোর পিছিয়ে থাকায়। তবুও রবিউল এবং তার কোচের প্রত্যাশা ছিলো এই ইভেন্টে টপ এইটে খেলবেন।
সেক্ষেত্রে ৬৩০ প্লাস স্কোর প্রয়োজন হতো এই শুটারের। ক্যারিয়ারে রবিউল সেই স্কোর করেছিলেন একবার। এই শুটারের গড় স্কোর ৬২৬-২৭। প্যারিসে রবিবার সেটাও তুলতে পারেননি রবিউল। আর হতাশা দিয়েই শেষ এবারের মিশন।