একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে হারাল আইরিশরা

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে হারাল আইরিশরা

প্রথমবারের মতো টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। বেলফাস্টে একমাত্র সেই টেস্টে স্বাগতিকদের বিপক্ষে হারের স্বাদ পেতে হলো ক্রেইগ এরভিনের দলের। চতুর্থ দিনের প্রথম সেশনেই জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড।

একমাত্র এই টেস্টে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক অ্যান্ডি বালবার্নে। প্রথম দিন পুরোটাও টিকতে পারেনি সফরকারীরা। ৭২তম ওভারে ২১০ রানেই সবকটি উইকেট হারায় জিম্বাবুয়ে।

জবাবে ব্যাট হাতে ২৫০ রান করে সবকটি উইকেট হারায় আয়ারল্যান্ড। ৪০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ৭১ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৯৭ রান জমা করতে সক্ষম হয় সফরকারীরা। ১৫৭ রানের টার্গেট পায় স্বাগতিকরা।

আজ চতুর্থ দিনের শুরুতে কিছুটা ধাক্কা খায় আয়ারল্যান্ড। পরপর ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। তবে লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইনের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৪ উইকেট হাতে রেখে তুলে নেয় জয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

জিম্বাবুয়ে ১ম ইনিংসঃ ২১০ (৭১.৩ ওভার); প্রিন্স ৭৪; ম্যাককার্থি ৩-৪২

আয়ারল্যান্ড ১ম ইনিংসঃ ২৫০ (৫৮.৩ ওভার); পিটার ৭৯; মুজারাবানি ৩-৫৩

জিম্বাবুয়ে ২য় ইনিংসঃ ১৯৭ (৭১ ওভার); মায়ার্স ৫৭; ম্যাকব্রাইন ৪-৩৮

আয়ারল্যান্ড ২য় ইনিংসঃ ১৫৮/৬ (৩৬.১ ওভার); টাকার ৫৬; নাগারভা ৪-৫৩

ফলাফলঃ আয়ারল্যান্ড ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ অ্যান্ডি ম্যাকব্রাইন

সম্পর্কিত খবর