বৃষ্টির বাগড়া শেষে সিরিজ ভারতের

বৃষ্টির বাগড়া শেষে সিরিজ ভারতের

ভারতের সামনে লক্ষ্য ছিল ১৬২ রানের। তবে বৃষ্টির বাগড়ায় এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটাই না ভেসে যায়। পাল্লেকেলেতে ম্যাচটা শেষমেশ ভেসে যায়নি। ভারতের ইনিংসের দৈর্ঘ্য নেমে এসেছিল ৮ ওভারে। তবে ভারত পরিবর্তিত লক্ষ্যটা তাড়া করেছে তার অনেক আগেই। তাতেই সিরিজটা পকেটে পুরেছে সূর্যকুমার যাদবের দল।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ভারত। পাথুম নিসাঙ্কা আর তিনে নামা কুশল পেরেরার ব্যাটে চড়ে শুরুটা মন্দ হয়নি তাদের। দশম ওভারেই দলটা ছুঁয়ে ফেলেছিল ৮০ রান। বড় রানের ইঙ্গিত মিলছিল তাতে। 

তবে নিসাঙ্কা ৩২ রানে আউট হন তখনই। এরপর কুশল পেরেরা ফিফটি করেছেন। থেমেছেন ৩৪ বলে ৫৩ রান করে। তার বিদায়ের পরপরই রানের গতি একেবারে থেমে যায় লঙ্কানদের। তিনি বিদায় নেন ১৬তম ওভারের শেষ বলে, দলের রান তখন ১৩৯। সেখান থেকে পরের ২৪ বলে মোটে ২২ রান তুলতে পারে লঙ্কানরা। আর তাতেই ১৬১ রানে আটকে যায় তাদের ইনিংস।

ভারত জবাব দিতে নেমেই পেয়েছে বৃষ্টির বাগড়া। এক ঘণ্টারও বেশি সময় খেলা ছিল বন্ধ। তবে শেষমেশ মাঠে খেলা গড়ায় যখন, ম্যাচটা তখন নেমে আসে ৮ ওভারে। ভারতের সামনে লক্ষ্য পড়ে ৭৮ রানের। জশস্বী জয়সওয়ালের ১৫ বলে ৩০, সূর্যকুমার যাদবের ১২ বলে ২৬ আর হার্দিক পান্ডিয়ার ৯ বলে ২২ রানের ইনিংসে ভর করে অনায়াসেই জয় তুলে নেয় দলটা। সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলে গৌতম গম্ভীরের শিষ্যরা। 

সম্পর্কিত খবর