বাংলাদেশে পরিস্থিতি ঠিকঠাকই আছে, বিশ্বাস আইসিসির

বাংলাদেশে পরিস্থিতি ঠিকঠাকই আছে, বিশ্বাস আইসিসির

বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে চোখ ছিল আইসিসির। গত ১৭-১৮ জুলাই কোটা আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর থেকেই আইসিসি নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল বাংলাদেশকে। 

তবে এরই মাঝে আইসিসির বার্ষিক সভায় হাজির হয়েছেন নাজমুল হোসেন পাপন। তার এই উপস্থিতির পর আইসিসিতে বিশ্বাস জন্মেছে, বাংলাদেশের পরিস্থিতি ঠিকঠাকই আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছেন এ কথা। 

সম্প্রতি কলম্বোয় বসেছিল আইসিসির সভা। সেখানে গিয়ে হাজির হয়েছিলেন পাপন। তবে তিনি জানিয়েছেন, সেখানে আনুষ্ঠানিকভাবে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি আইসিসির সঙ্গে। পাপনের অভিমত, অক্টোবরের শুরুতে বাংলাদেশে আসন্ন নারী বিশ্বকাপের আসর নিয়ে কোনো প্রকার দুর্ভাবনাও নেই আইসিসির। 

তিনি বলেন, ‘আমি সেখানে গিয়েছিলাম যখন, দেশের পরিস্থিতি তখন খারাপ ছিল। বাংলাদেশের বাইরে যোগাযোগ করারও উপায় ছিল না। তারা যে খবর পাচ্ছিল, তাতে আইসিসি চিন্তিত হয়ে পড়েছিল।’

তবে সে দুশ্চিন্তা পাপনের উপস্থিতিতেই উবে যায়। তিনি বলেন, ‘আমাকে দেখার পর তারা বুঝে যায় যে এখানে পরিস্থিতি ঠিকই আছে। এরপর আইসিসির এই সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি।’

সম্পর্কিত খবর