পাকিস্তানকে ৫ রানে হারাল বাংলাদেশ এ
পাকিস্তানের সামনে ২৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ এ। পাকিস্তানও জবাব দিচ্ছিল ভালোভাবেই। শেষমেশ ম্যাচটা রূপ নিয়েছিল রুদ্ধশ্বাস এক লড়াইয়ে। সেই লড়াইয়ে বাংলাদেশ হাসল শেষ হাসি। ৫ রানে জিতে সফরে শুভসূচনা করলেন মাহমুদুল হাসান জয়রা।
মাহমুদুল হাসান জয় আর আইচ মোল্লা প্রথম ইনিংসে দারুণ খেলে ফিফটি তুলে নিয়েছিলেন। ৭৯ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তারাই দলের সেরা পারফর্মার। দুজন ফিফটি তুলে নিলেন দ্বিতীয় ইনিংসেও। তবে তাদেরকে সঙ্গ দিতে পারেননি তেমন কেউই। ফলে বাংলাদেশ এ গতকাল তাদের ইনিংস শেষ করে ২১৬ রানে।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে পাকিস্তান শাহিনস। ৯৬ রানের উদ্বোধনী জুটিতে পায় দুর্দান্ত শুরু। তবে এরপর গতকাল বিকেলে খেই হারিয়ে বসে। দিন শেষ করে ৪ উইকেটে ১৩৬ রান নিয়ে।
গতকাল দলটাকে বিপদে ফেলেছিলেন রেজাউর রহমান রাজা। আজ ফেললেন মাহমুদুল হাসান জয়। ২১ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট।
তবে এর মাঝেও পাকিস্তানের হয়ে একাধিক ব্যাটার ত্রাস ছড়াচ্ছিলেন। সাহেবজাদা ফারহান ৬৮ করেন। ওপাশে হাসিবুল্লাহও দারুণ খেলছিলেন, ফিরেছেন ৫১ রান করে। সঙ্গে ওমাইরের ৪৫, আর তৈয়বের ৪৩ রান এক সময় পাকিস্তানকে জয়ের আশা দেখাচ্ছিল।
শেষমেশ অবশ্য সে আশা ধোপে টেকেনি। বাংলাদেশ হাসে শেষ হাসি। ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল হাসান জয়রা।
বাংলাদেশ এ প্রথম ইনিংস
২৫৮ অলআউট (জয় ৬৯, আইচ মোল্লা ৫৫; খুররম ৩-৬৯, গুলাম ২-৬, কাশিফ ২-২১, ফয়সাল ২-২১)
পাকিস্তান শাহিনস প্রথম ইনিংস
১৭৯ অলআউট (গুলাম ৪৮, তৈয়ব ৩০; রিপন ৪-৭১, রাজা ৩-৩৩)
বাংলাদেশ এ দ্বিতীয় ইনিংস
২১৬ অলআউট (জয় ৬৫, আইচ মোল্লা ৫৮; মোহাম্মদ আলী ৬-৬৩, খুররম ৩-৬৭)
পাকিস্তান শাহিনস দ্বিতীয় ইনিংস লক্ষ্য ২৯৬
২৯০ অলআউট (সাহেবজাদা ৬৮, হাসিবুল্লাহ ৫১, ওমাইর ৪৫, তৈয়ব ৪৩; জয় ৫-২১, রাজা ৩-৮৫)