ফেলপসের সামনেই সাঁতারে ইতিহাস গড়লেন মারশোঁ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৫৪ পিএম | ২৯ জুলাই, ২০২৪

 

প্যারিস অলিম্পিকে কিংবদন্তি মাইকেল ফেলপস এবার কাজ করছেন এনবিসি টিভির হয়ে। অলিম্পিক সাঁতারের রেকর্ড ২৩টি সোনাজয়ী এই কিংবদন্তিকে সামনে রেখেই ইতিহাস গড়লেন ফ্রান্সের লিওঁ মারশোঁ। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি ইভেন্টে স্বাগতিক সোনা জেতালেন ২২ বছর বয়সী এই সাতারু। 

অলিম্পিকের ইতিহাসে মেডলি ইভেন্টে এটিই ফ্রান্সের প্রথম সোনা। লা দিফঁস অ্যারেনায় গতকাল ফেলপস ছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ আরও অনেকেই। সবার নজর ছিল মারশোঁ দিকেই। প্রত্যাশা যেন ছিল তার সোনা জয়েই। শেষ পর্যন্ত মারশোঁ রাখলেন সবার মান। সোনা তো জিতলেনই, সঙ্গে গড়লেন রেকর্ডও। 

ইভেন্টটি শেষ করতে মারশোঁ সময় নেন ৪ মিনিট ২.৯৫ সেকেন্ড। ব্রোঞ্জ জেতে জাপানের তোমোইউকি মাতসুশিতা সাঁতার শেষ করেন স্রেফ ৬ সেকেন্ড পর। এদিকে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।  

এদিকে ৪০০ মিটার মেডলি ইভেন্টের বিশ্ব রেকর্ড মারশোঁরই। সেটি অবশ্য এদিন ছাপিয়ে যেতে পারেননি তিনি। তবে অলিম্পিকের রেকর্ড গড়ে তিনি বলেন, আমি এখন অলিম্পিক চ্যাম্পিয়ন… এই অনুভূতি, এই উপলব্ধি সহজ কিছু নয়। পোডিয়ামে দাঁড়ানোর সময় গোটা শরীরের লোম দাঁড়িয়ে গেছে আমার। নিজেকে নিয়ে, একজন ফরাসি হিসেবে আমি গর্বিত। অসাধারণ মুহূর্ত এটি, সত্যিই উপভোগ করছিলাম

খেলার দুনিয়া | ফলো করুন :