ইয়ামাল-তোরেসদের ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনা 

ইয়ামাল-তোরেসদের ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনা 

২০২৩-২৪ মৌসুমটা পুরোদস্তুর ব্যর্থভাবেই শেষ হয়েছে বার্সেলোনার। আগের মৌসুমটা (২০২২-২৩) লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর সবশেষ মৌসুমটা শিরোপা শূন্যভাবে কাটাতে হয় কাতালানদের। এতে জাভি হার্নান্দেজকে প্রধান কোচের পদ থেকে ছাঁটাই করে বার্সা। পরে তার পরিবর্তে দায়িত্ব পান হান্সি ফ্লিক। বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো এই  কোচকে নিয়েই প্রাক-মৌসুমের যাত্রা শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। 

প্রাক-মৌসুমের প্রস্তুতি পর্বে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে বার্সেলোনা দলটি। তবে সেখানে দলের ১০ জন  ফুটবলারকে পাচ্ছে না কাতালান ক্লাবটি। যার মধ্যে অন্যতম নাম সময়ের অন্যতম তরুণ তারকা লামিনে ইয়ামাল। এতেই সেই ১০ জন ছাড়া ৩১ জনের দল নিয়েই রওনা দিয়েছে তারা। 

ইয়ামালের এই প্রস্তুতি পর্বে না থাকাটা অনেকটা অনুমেয়ই ছিল। সম্প্রতি শেষ করেছেন ইউরোর সফল আসর। এর আগে বার্সার হয়ে গত মৌসুমে ৩৮টি ম্যাচও খেলেছেন। সব মিলিয়ে তাই লম্বা সময় মাঠে কাটানোর পর ছুটি পেয়েছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এদিকে ছুটি পেয়েছেন আরেক ফরোয়ার্ড ফেররান তোরেসও। 

এদিকে বার্সা পাঁচজন ফুটবলারকে পাচ্ছে না চোটের কারণে। তারা হলেন গাভি, পেদ্রি, ডি ইয়ং, আনসু ফাতি ও আরাউহো। এদের মধ্যে ডি ইয়ং, ফাতি ও পেদ্রির ফেরার সম্ভাবনা দ্রুত থাকলেও লম্বা সময় বাইরে থাকতে হতে পারে গাভি ও আরাউহোকে। 

আসন্ন এই প্রাক-মৌসুমে মঙ্গলবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে বার্সা। পরে ৩ আগস্ট তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং ৬ আগস্ট কাতালানদের ম্যাচ ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের বিপক্ষে। 

সম্পর্কিত খবর