রেকর্ডের খাতায় জয়সওয়ালের নাম

রেকর্ডের খাতায় জয়সওয়ালের নাম

ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল আন্তর্জাতিক ক্রিকেটে তার ছন্দ ধরে রেখেই প্রতি ম্যাচে এগিয়ে যাচ্ছেন। এবার তিনি নাম লেখালেন নতুন আরেক রেকর্ডে। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন জয়সওয়াল এই রেকর্ডটি করেছেন। এই ম্যাচেও তিনি দারুণ পারফর্ম করেছেন। বৃষ্টি-বিঘ্নিত গতকালের ম্যাচে ৭৮ রানের লক্ষ্য তাড়া করার সময় ১৫ বল খরচে ৩০ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার।

চলতি বছর মাত্র ১৩টি ম্যাচে জয়সওয়াল ৬৩.৯৩ গড়ে এবং ৯৪.৫৪ স্ট্রাইক রেটে মোট ১০২৩ রান করেছেন। যেখানে দুটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক আছে। সর্বোচ্চ অপরাজিত ২১৪ রানও আছে তার। উল্লেখ্য যে, এই রান এসেছে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে থেকে। কারণ ওয়ানডে ম্যাচে এখনো তার অভিষেক হয়নি।

তার পরের দুটি অবস্থানে যথাক্রমে আছেন শ্রীলঙ্কার কুসাল মেন্ডিস এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তাদের রান যথাক্রমে ২৬ ম্যাচে ৮৮৮ রান এবং ২৫ ম্যাচে ৮৪৪ রান।

এই বছর ছয়টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন জয়সওয়াল। ১১ ইনিংসের ৭৪ গড়ে মোট ৭৪০ রান এসেছে তার ব্যাট থেকে। যার মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি ও তিনটি অর্ধশতক আছে। এছাড়া সাতটি টি-টোয়েন্টিতে তিনি মোট রান করেছেন ২৮৩। যেখানে তার গড় ৪৭.১৬ ও স্ট্রাইক রেট ১৭৫.৭৭। এখানে দুটি হাফ সেঞ্চুরিও আছে তার। সেরা স্কোর অপরাজিত ৭৭।

সম্পর্কিত খবর