১৬ বছর বয়সেই অলিম্পিকের সোনা হিওইনের 

১৬ বছর বয়সেই অলিম্পিকের সোনা হিওইনের 

১৬ বছর বয়স। ক্রীড়াঙ্গনে এই বয়সটা একটা আলাদা মাইলফলক সেট করেছে। এই ১৬ বছর বয়সেই ক্রিকেট ইতিহাসের অন্যতম মহাতারকা শচীন টেন্ডুলকার খেলেছিলেন নিজের প্রথম টেস্ট। ১৬ বছর সূত্র এরপর ছড়াল ইউরো চ্যাম্পিয়নশিপেও। ইউরোর সদ্য শেষ হওয়া এই আসরে ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে খেলেন স্পেনের লামিনের ইয়ামাল। দেখালেন নিজের ঝলক।

সেই ধারা এবার চলল অলিম্পিকের মঞ্চেও। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনের প্রথম সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার বান হিওইন। যার বয়স সবে ১৬ এবং পড়েন হাই-স্কুলে। 

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার এই তরুণী। সোনা জয়ের লড়াইয়ে হিওইনের  প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। লড়াই শেষে তাদের দুজনের স্কোর ছিল সমান ২৫১.৮। পড়ে শুট-অফে জিতে যান হিওইন। এদিকে সেই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট।

গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে হিওইনের এই পদকটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের ১০০তম অলিম্পিক সোনা। 

এখন পর্যন্ত ৪টা সোনাসহ মোট ৭টি মেডেল নিয়ে তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। এদিকে সমান সখ্যক সোনা ও অন্যান্য পদক নিয়ে দুইয়ে আছে জাপান। শীর্ষে আছে চীন, ৪টি সোনাসহ এখন পর্যন্ত তাদের মোট পদক ৮টি। 

সম্পর্কিত খবর