ঋণ শোধ করে কানাডা বলল, গোটা পৃথিবীই তাদের শত্রু

ঋণ শোধ করে কানাডা বলল, গোটা পৃথিবীই তাদের শত্রু

ড্রোন চালিয়ে প্রতিপক্ষের ওপর গুপ্তচরবৃত্তি করেছিলেন কানাডার কোচ। যা ফলে অলিম্পিক থেকে তাকে নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে কানাডার খাতা থেকে কেটে নেওয়া হয় ৬ পয়েন্ট। কানাডার খাতায় তো তখন এতো পয়েন্টই ছিল না। ফলে দলতা এতদিন ছিল মাইনাস পয়েন্টে। সেই ‘ঋণ’ গত রাতে শোধ করেছে কানাডা নারী ফুটবল দল। 

ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারায় দলটা। কানাডা এই ম্যাচে জয়সূচক গোলটা পেয়েছে একদম শেষ মুহূর্তে। গোলটা করেন ভ্যানেসা জাইলস। এরপর তিনিই জানান নিজের মনের ভাব। তীব্র ক্ষোভ ফুটে ওঠে তার কথায়। তিনি বলেন, ‘আমরা যেন ডোপ নিয়েছি! আমাদেরকে দেওয়া শাস্তিটা এমনই মনে করিয়ে দিচ্ছে।’

আরেক ফরোয়ার্ড জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে পুরো পৃথিবীই আমাদের শত্রু।’

পয়েন্ট কাটা তো অনেক পরের বিষয়। কোচ ব্রেড প্রিয়েস্টমানকে নিষিদ্ধ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আটক হয়েছেন দলের অ্যানালিস্ট। সহকারী কোচ জাসমিন মান্ডারকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। 

তবে এরপরও মাঠের পারফরম্যান্স ঠিক রেখেছে কানাডা। ম্যাচ শেষে জাইলস বলেন, ‘আমরা কিছুই করিনি। এর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণও নেই। তার জন্য আমাদের আত্মপক্ষ সমর্থন করতে হয়েছে, আমরা ক্লান্ত।’ 

‘আমরা কোনো সুবিধাই তো নিইনি। আমরা মাঠে নেমেছিলাম নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করার জন্য। সারা বছর নিজেদেরকে এজন্য প্রস্তুত করেছি। ঠিক তখনই এসে এভাবে পয়েন্ট কেটে ফেলায় আমরা ক্ষুব্ধ হয়েছিলাম।’

তবে পারফরম্যান্স মাঠে ঠিকই আছে কানাডার। আর সে কারণে শেষ আটে খেলার সম্ভাবনাও আছে তাদের। নিউজিল্যান্ড আর ফ্রান্সকে হারিয়েও তাদের পয়েন্ট শূন্য। তবে তাদের পক্ষে আছে গোল ব্যবধান। +২ এ আছে তারা। গ্রুপের অন্য তিন দল কলম্বিয়া, ফ্রান্স আর নিউজিল্যান্ডের গোল ব্যবধান যথাক্রমে +১, ০ ও -৩। শেষ ম্যাচে কানাডা কলম্বিয়াকে হারিয়ে দিলে, ওদিকে ফ্রান্স নিউজিল্যান্ডের কাছে হেরে গেলে কানাডা সরাসরিই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। সেটা না হলেও যদি জয় তুলে নিতে পারে, সেরা তৃতীয় দল হিসেবে শেষ আটে খেলার সম্ভাবনা থাকবে তাদের।   

সম্পর্কিত খবর