তামিম-সাকিবরা কত দিন খেলবেন, জানতে চান পাপন
বাংলাদেশ ক্রিকেট শেষ কয়েক দিনে এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। সিনিয়র ক্রিকেটাররা চলে এসেছেন ক্যারিয়ার সায়াহ্নে। বাংলাদেশ ক্রিকেটে তাদের শেষ কিছু দিন বাকি আছে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সিনিয়র ক্রিকেটাররা যতদিন চান, ততদিন তাদেরকে খেলাতে আগ্রহী তিনি। তার জন্য অবশ্য আগে ক্রিকেটারদের ইচ্ছার কথাটা জানতে চান তিনি।
গতকাল (রবিবার) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান পাপন। তার ভাষ্য, ‘এখানে অনেক খেলোয়াড় আছে, যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে।’
তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছা, আমাদের বোর্ডেরও সবার ইচ্ছা, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি, তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ—এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান—অবশ্যই এদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে।’
এরপরই তিনি জানান, সাকিব-তামিমরা যত দিন মন চায় বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে খেলে যাবেন, ‘আমরা চাই, ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কত দিন খেলতে চায়। তারা যত দিন খেলতে চায়, আমরা চেষ্টা করব তাদের খেলাতে। তারা এখনো না খেলার অবস্থায় নেই।’