মানকাডিং বিতর্কে যা বললেন অশ্বিন

মানকাডিং বিতর্কে যা বললেন অশ্বিন

'মানকাডিংয়ের সঙ্গে ক্রিকেটীয় চেতনা'- এমন বিশ্বাস ক্রিকেটের অনেক বোদ্ধারাই ধারণ করেন। মানকাডিং আউটের পক্ষে-বিপক্ষে এতদিন বিভিন্ন আলোচলা-সমালোচনা শোনা গেছে। এবার এই বিষয়ে কথা বললেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

একসময় তিনি নিজেই মানকাডিংয়ের বিরুদ্ধে কথা বলছিলেন। এবার তিনিই মানকাডিংয়ের সঠিক নিয়ম শেখালেন অন্যদের।

ঘটনার শুরুটা হয়েছে গতকাল (রবিবার) তামিলনাড়ু নিউজপ্রিন্ট অ্যান্ড পেপারস লিমিটেড (টিএনপিএল) এর ডিন্ডিগুল ড্রাগন বনাম নেলাই রয়্যাল কিংসের ম্যাচে। খেলার ১৫ ওভারে অশ্বিন ছিলেন নন-স্ট্রাইক প্রান্তে। এমন সময় বিপক্ষ দলের বোলার বল করতে গিয়ে থেমে যান।

পরে অশ্বিন নিজের ‘এক্স’ একাউন্টে পোষ্ট করে লিখেছেন আইসিসির ৩৮.৩ আইন। যাতে লিখা ছিল কি কারণে একজন ক্রিকেটার মানকাডিংয়ের মাধ্যমে আউট হবেন।

কিছুক্ষণ পরেই নিজের পোষ্টের রিপ্লাই দিয়ে অশ্বিন নিজেই লিখেন, ‘তারা (বিপক্ষ দলের বোলার) নিয়ম জানে না।’

তার উদ্দেশ্য ছিল নেলাই রয়্যাল কিংসের খেলোয়াড়দের মানকাডিংয়ের নিয়ম মনে করিয়ে দেওয়া। তবে তার মতো অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারের এরকম ব্যঙ্গাত্মক মন্তব্য দেখে অনেকেই অশ্বিনের সমালোচনা করছেন। যেটি নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না অশ্বিন। কারণ ক্রিকেট খেলার এই ‘বিতর্কিত নিয়মটি’ সম্পর্কে তার ধারণা আছে।

সম্পর্কিত খবর