সিন নদীর পানিতে ব্যাকটেরিয়া, ইভেন্ট স্থগিত
নদীর পানিতে বিপদজনক ব্যাকটেরিয়া রয়েছে, এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর অলিম্পিকের ট্রায়াথালন ইভেন্ট স্থগিত করা হয়েছে। দ্বিতীয়দিনের মতো এই ইভেন্টে এই ঘটনা ঘটলো। প্যারিসের বিখ্যাত সিন নদীতে অলিম্পিকের এই ট্রায়াথলন ইভেন্ট হওয়া কথা ছিল। কিন্তু টানা দ্বিতীয় দিনে এই নদীর পানিতে বিপদজনক ব্যাকটেরিয়ার উপস্থিতি মিললো। আর তাই দ্বিতীয়দিনের মতো এই ইভেন্ট পরিত্যক্ত করা হয়।
অলিম্পিক শুরুর আগেই সিন নদীর পানি নিয়ে এমন অভিযোগ উঠেছিল। কিন্তু সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে প্যারিস মেয়র অ্যানে হিদালগো নিজেই এই নদীতে সাঁতার কাটতে নেমে পড়েন! তার সেই নাটুকেপনা কিন্তু শেষপর্যন্ত ভালো কোন ফল এনে দিতে পারেনি।
সিন নদীর পানি পরীক্ষাগারের ফলাফলে ফেল করেছে। এখানকার পানিতে ই. কোলি এবং আরো অনেক বিপদজনক ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে। যা সাঁতারুর জন্য মোটেও নিরাপদ নয়।
প্যারিস কর্তৃপক্ষ এই নদীর পানিতে বিপদজনক ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণ হিসেবে বৃষ্টিপাতকে দায়ী করেছে। তারা আশ্বস্ত করেছিলেন অলিম্পিক গেমস শুরুর আগেই এই নদীর পানি পুরোমাত্রায় নিরাপদ করা সম্ভব হবে।
কিন্তু হলো না যে! বিশ্বের সেরা অ্যাথলিটরা যে নদীতে সাঁতার কাটবেন তার পানি কেন অনিরাপদ থাকবে?
প্যারিস অলিম্পিকের আয়োজকরা গেমসের শুরুতেই এমন আরো অনেক অনিয়ম, বিশৃঙ্খলা নিয়ে বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে।