গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল

গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল

কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। টেবিলের তলানিতে থাকা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই ইনজুরিতে পড়েছেন অজিদের মিডল অর্ডারের ত্রাস গ্লেন ম্যাক্সওয়েল। ছিটকে গেছেন ইংলিশদের বিপক্ষে ম্যাচ থেকে। কোনো ক্রিকেটীয় কারণ নয়, ইনজুরিতে পড়েছেন গলফ খেলতে গিয়ে। ব্যথা পেয়েছেন মাথায়।

ম্যাক্সির চোট ঠিক কতটা গুরুতর সে ব্যাপারে কিছুই নিশ্চিত করে জানানো হয়নি। তবে জানা গেছে আগামী ছয় থেকে আট দিন তাকে বিশ্রামে থাকতে হবে। অন্যদিকে আর মাত্র তিনদিন পরেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ। সেমি নিশ্চিত করার লড়াইয়ে আপাতত তাকে ছাড়াই ইংলিশদের বিপক্ষে নামবে অজিরা।

প্রথম দুই ম্যাচে টানা হারের পর, টানা চার জয়ে অজিদের পয়েন্ট এখন আট। আছে টেবিলের চারে। অন্যদিকে ইংলিশরা আছে ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে। ছয় ম্যাচে মাত্র এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দলটা আছে টেবিলের সবার নিচে। আপাতত তাদের লক্ষ্য আটের মধ্যে থেকে বিশ্বকাপ মিশন শেষ করা।

এর আগে ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করেছিলেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। এবার বেয়ারস্টো দলের বিপক্ষে ম্যাচের আগেই গলফ খেলতে গিয়ে ইনজুরিতে ম্যাক্সি।

ইনজুরিতে পড়ার আগে অজিদের বিশ্বকাপের জয় গুলোতে তার ইনিংস গুলো এমন– শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ৩১*; ডাচদের বিপক্ষে ৪৪ বলে ১০৬, যেটাতে করেছিলেন ৪০ বলে সেঞ্চুরি- যা কিনা বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বলে ৪১ রানে ক্যামিও। অর্থাৎ ম্যাক্সির অনুপস্থিতি ইংলিশদের জন্য স্বস্তির কারণও বটে।

সম্পর্কিত খবর