নাদালকে হারিয়ে প্যারিস অলিম্পিকে টিকে রইলেন জোকোভিচ
নিজেদের বর্ণিল টেনিস ক্যারিয়ারে ৬০তম বারের মতো মুখোমুখি হয়েছিলেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। তাও আবার অলিম্পিকের মঞ্চে! প্যারিস অলিম্পিকে দর্শক এবং সমর্থকদের অন্যতম বড় আকর্ষণের মধ্যে অন্যতম ইভেন্ট ছিল এই ম্যাচটি।
প্যারিসে টেনিসের দুই মহাতারকার লড়াই উপভোগ করলো পুরো বিশ্ব। খুব সম্ভবত এটিই ছিল এই দুই কিংবদন্তির শেষ লড়াই। লড়াইটা সেভাবে জমে উঠার আগেই শেষ হয়ে যাওয়াতে কিঞ্চিত আশাভঙ্গ হয়েছে গ্যালারির দর্শকদের। নাদালকে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন জোকোভিচ। মাঝে নাদাল ম্যাচে ফেরার কিছুটা আশা জাগালেও তা যথেষ্ট ছিল না।
চিরপ্রতিদ্বন্দ্বীকে অলিম্পিকের মঞ্চে হারিয়ে পুরুষদের এককে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন জোকোভিচ। ম্যাচ শেষে পুরোনো বন্ধুর সঙ্গে ভালবাসার আলিঙ্গন করেছেন নাদাল। হারার দুঃখের চেয়েও তার কাছে খুশির উপলক্ষ্য ছিল পুরোনো প্রতিপক্ষর সাথে আরও একবার খেলতে পারা। প্যারিস অলিম্পিকের মঞ্চে এই ইভেন্টের মাধ্যমেই বিশ্ব দেখে ফেলল টেনিস জগতের এই দুই কিংবদন্তির শেষ লড়াই।
তবে ভক্তদের দুঃখ একটাই-অলিম্পিক টেনিসের এই মহারণে দুই টেনিস কিংবদন্তির লড়াইটা ঠিক জমল না।