আর্জেন্টিনার নক আউটে যাওয়ার লড়াই
অলিম্পিকের শেষ আটে যাওয়ার লক্ষ্যে আজ মাঠে নামছে সোনা প্রত্যাশী আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ইউরোপীয় দল ইউক্রেন।
এবারের অলিম্পিকে দুই দলই হেঁটেছে একই পথে। প্রথম ম্যাচে হার, এরপরের ম্যাচে জয়। দুই দলের পয়েন্টই এখন তিন, গোল ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা।
অবশ্য দুই দল নয়, বি গ্রুপের চার দলই আজ খেলতে নামবে ৩ পয়েন্ট নিয়ে। ইরাক আর মরক্কোর পয়েন্টও ৩। ফলে এই গ্রুপের ৪ দলের সামনেই সুযোগ থাকছে পরের রাউন্ডে যাওয়ার।
আজ রাত ৯টায় চার দলই মাঠে নামবে নিজেদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে।
ইউক্রেনের বিপক্ষে আজকের এই ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনার একটা দুশ্চিন্তা আছে। ফরোয়ার্ড লুকাস বেলট্রান ইরাকের বিপক্ষে ম্যাচের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। যার ফলে আজকের ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। তার জায়গায় ফরোয়ার্ড লাইনে হুলিয়ান আলভারেজের সঙ্গী হবেন গিলিয়ানো সিমিওনে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ–
রুইয়ি;
গার্সিয়া, দি সেসারে, ওতামেন্দি, সোলের;
মেদিনা, ফের্নান্দেজ, এজ্জে, আলমাদা;
সিমিওনে, আলভারেজ