ভিসা জটিলতায় পেছাল হাথুরুর ফেরা
সবকিছু ঠিকঠাক থাকলে আজই কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে ফেরার কথা। ঢাকায় এসেই পরিচালনা কথা ছিল জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের শেষ অংশটা। তবে হাথুরুর ভিসা জটিলতায় তা হয়নি আজ। তিনি ফিরবেন ২ আগস্ট।
স্থানীয় পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স ইন চার্জ শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ‘তার ফিরতে আরও কিছু দিন সময় লাগবে।’
কী কারণে তার ফেরা হচ্ছে না আজ, সে প্রসঙ্গে শাহরিয়ার বলেন, ‘তার ভিসা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তিনি ভিসার জন্য আবেদন করেছিলেন। তবে শেষ কিছু দিনে সবকিছু বন্ধ থাকায় তার ভিসা পেতে দেরি হচ্ছে। তিনি এই মাত্র ভিসাটা পেয়েছেন।’
হাথুরু নেই, তার সঙ্গে তার কোচিং স্টাফরাও নেই। দেশব্যাপী সহিংসতার সময় সহকারী কোচ নিক পোথাস দুবাই চলে গিয়েছিলেন। তবে ২ আগস্ট সবাই ঢাকায় ফিরবেন। তিনি বলেন, ‘সবাই একসঙ্গে আসবেন। নিক পোথাস দুবাই চলে গিয়েছিলেন। সবাই ২ আগস্ট ঢাকায় থাকবেন।’