৩ আগস্ট ফিটনেস টেস্ট, পরদিন শুরু অনুশীলন
চট্টগ্রামে বিসিবি লাল আর সবুজ দলের অনুশীলন ম্যাচ চলছে এখন। আসছে পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ এই ম্যাচ। তা শেষ করেই দল ফিরে আসবে ঢাকায়। এরপরই শুরু হয়ে যাবে পাকিস্তান সফরের চূড়ান্ত প্রস্তুতি।
তবে সেই প্রস্তুতি পর্ব শুরুর আগে ফিটনেস টেস্টে নামতে হবে বাংলাদেশ দলকে। বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স ইন চার্জ শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ‘চট্টগ্রামে ম্যাচটা শেষ হবে ৩১ জুলাই। এরপর খেলোয়াড়রা ঢাকায় ফিরবেন। ১ আর ২ আগস্ট দল বিশ্রাম নেবে। এরপর ৩ আগস্ট ফিটনেস টেস্টে নামতে হবে সবাইকে। ৪ তারিখ থেকে দলের অনুশীলন শুরু হবে।’
ফিটনেস টেস্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলোয়াড়দেরকে ১.৬ কিলোমিটার টাইম ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হবে। সেটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হতে পারে।’
বাংলাদেশের পাকিস্তান সফরের আগেই দেশটিতে পা রাখবে ‘এ’ দল। গুঞ্জন আছে, সে দলে মুশফিকুর রহিম, মুমিনুল হকদের মতো জাতীয় দলের তারকাদেরও পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হতে পারে। ৪ থেকে ৬ আগস্টের মধ্যে সে সফরের দল ঘোষণা করা হবে, জানালেন শাহরিয়ার।
তিনি বলেন, ‘এ দলের অনুশীলন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১ থেকে ৩ আগস্ট তারা বিশ্রামে থাকবেন। এরপর ৪ আর ৫ আগস্ট অনুশীলন করবেন, ৬ আগস্ট দেশ ছাড়বেন। তার আগেই আমরা স্কোয়াড ঘোষণা করব।’