প্যারিস অলিম্পিকে আজ নামছেন সাঁতারু সামিউল

প্যারিস অলিম্পিকে আজ নামছেন সাঁতারু সামিউল

 

প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রি-স্টাইল বাছাইয়ে আজ (মঙ্গলবার) পুলে নামছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। লা ডিফেন্স অ্যারেনায় নিজেকে প্রমাণের জন্য বাংলাদেশ সময় ৩টা ২০ মিনিটে পুলে নামবেন নৌবাহিনীর ১৯ বছর বয়সী এই সাঁতারু। 

ইতিমধ্যেই দেশের হয়ে শুটিংয়ে অংশগ্রহণ করেন রবিউল ইসলাম। তবে বাছাইপর্ব থেকেই বাদ পড়েন এই শুটার। এদিকে আর্চার সাগর ইসলাম র‍্যাঙ্কিং রাউন্ড ছাপিয়ে বুধবার নামবেন সেরা-৩২ এর লড়াইয়ে। তার আগে এবার সাঁতারে দারুণ কিছু দেখা প্রত্যাশায় পুরো দেশের নজর এবার সামিউলের দিকেই। 

সামিউলের অলিম্পিকের যাত্রাটা অনেকটা রূপকথার মতোনই। থাইল্যান্ডে কেবল পাঁচ মাস প্রশিক্ষণেই টাইমিংয়ে দারুণ উন্নতি করেন ১৯ বছর বয়সী এই তরুণ। এতেই নজর কাড়েন সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার। এতেই ওয়াইল্ড কার্ড পান তিনি। 

এদিকে ৩ আগস্ট একই ভেন্যুতে মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেবেন দেশের আরেক তারকা সাঁতারু সোনিয়া খাতুন। 

সাঁতারে স্বর্ণপদক জয়ের বিচারে এখন পর্যন্ত এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত সাঁতারে ফাইনাল হয়েছে ১২টি ইভেন্টের। সেখানে সবচেয়ে বেশি তিনটি সোনা জিতেছে অস্ট্রেলিয়া। দুটি করে জিতেছে যুক্তরাষ্ট্র ও ইতালি।

সম্পর্কিত খবর