অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা ট্রাম্পের
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ৪ দিন হয়ে গেলেও সমালোচনা বন্ধ হচ্ছে না। এবার এই অনুষ্ঠানকে ধুয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এমন অনুষ্ঠানকে ‘লজ্জার’ আখ্যা দিলেন তিনি। তার অভিমত, ‘আমি মানুষ হিসেবে বেশ মুক্তমনা। কিন্তু তারা যা করেছে উদ্বোধনী অনুষ্ঠানে, সেটা লজ্জার।’
অনুষ্ঠানে ছেলেরা মেয়েদের পোশাক পরে পারফর্ম করেছেন। সেখানে তাদের নিয়ে ডিজে আর নাচের দল সহকারে লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপারের চিত্রণ করা হয়। সে বিষয়টা নিয়েই সমালোচনার ঝড় বইছে গত চার দিন ধরে।
শুরুতে রক্ষণশীল খ্রিস্টানরা, সঙ্গে ধর্মযাজকরাও সমালোচনা করেছেন। এবার ট্রাম্পও একে ধুয়ে দিলেন এই অনুষ্ঠানকে।
ট্রাম্প অলিম্পিক নিয়ে কথা বলার কারণ আছে বৈকি। আগামী অলিম্পিক হবে লস এঞ্জেলসে। আসছে নির্বাচনে জয়ী হলে ২০২৮ সালে অনুষ্ঠেয় এই অলিম্পিক আয়োজনের দায়িত্বটা তার থাকবে। তখন তিনি কী করবেন? এমন একটা প্রশ্ন ছুটে গিয়েছিল তার কাছে। তার জবাবে তিনি জানান তিনি কী করবেন না। ট্রাম্প বলেন, ‘আর যাই করি, লাস্ট সাপারকে যেভাবে দেখানো হয়েছে, আমরা তেমন কিছু আদৌ করব না।’