শুটিংয়ে ফের ব্রোঞ্জ জিতল ভারত, ইতিহাস গড়লেন মনু
প্যারিস অলিম্পিকে রোববার প্রথম ভারতীয় নারী হিসেবে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। এর একদিন পরই ভারতকে দ্বিতীয় পদকে এনে দেওয়াতেও সরাসরি অবদান রাখলেন ২২ বছর বয়সী এই তরুণী। এতে গড়লেন ইতিহাসও। প্রথম কোনো ভারতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকের আসরে জোড়া পদক জিতলেন মনু।
১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে আজ (মঙ্গলবার) ব্রোঞ্জ জিতল ভারত। সেখানে মনু ভাকেরের সঙ্গে ছিলেন সারাবজোত সিং। মিশ্র এই ইভেন্টে এটিই ভারতের প্রথম এবং প্যারিস অলিম্পিকে সব মিলিয়ে দ্বিতীয়।
অলিম্পিকের এক আসরে জোড়া পদক নেওয়া ভারতীয় অ্যাথলেটের নজির অবশ্য আগেও ছিল, তবে একটি ভিন্ন প্রেক্ষাপটে। ১৯০০ সালে ২০০ মিটার স্প্রিন্ট ও ২০০ মিটার হার্ডলসে পদক জিতে রেকর্ড গড়েছিলেন গিলবার্ট প্রিচার্ড। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। এতেই অলিম্পিকের সেই আসরে প্রিচার্ড পদক জিতেছিলেন ব্রিটিশ-ইন্ডিয়ান হিসেবে। এ
এতেই ১২৪ বছর পর তার সেই রেকর্ডে ভাগ বসানোসহ কেবল ভারতীয় হিসেবে এই প্রথম এমন কীর্তি গড়লেন মনু।
দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ার পরপরই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে অভিনন্দন পেয়েছেন মনু-সারাবজোত জুটি। এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী লিখেন, ‘আমাদের শুটাররা আমাদের গর্বিত করে চলেছে! অভিনন্দন মনু ভাকের ও সারাবজোত সিংকে অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য। দুজনেই দারুণ দক্ষতা ও দলগত কাজ দেখিয়েছেন। তাদের সাফল্যে ভারত অবিশ্বাস্যভাবে আনন্দিত। মনুর এটি টানা দ্বিতীয় অলিম্পিক পদক, যা তার ধারাবাহিক শ্রেষ্ঠত্ব এবং আত্মোৎসর্গের প্রতিফলন।’